Monday, May 19, 2025

LIVE : নবান্ন থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা জানালেন…

Date:

নবান্নের সভাঘর থেকে কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

১. গাছ কাটতে গিয়ে হাওড়ায় এক দমকলকর্মীর মৃত্যু

২. সিইএসসি এ ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার নির্দেশ দিয়েছি, মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য করবে সরকার

৩. মৃত কর্মীর পরিবারকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছি

৪. যেভাবে প্রত্যেকটি কর্মী কাজ করেছে তাদেরকে স্যালুট জানাচ্ছি

৫. সুন্দরবনের সর্বনাশ হয়ে গিয়েছে। আগে বাঁধ নির্মাণ করতে হবে যুদ্ধকালীন প্রস্তুতিতে

৬. ৯০ শতাংশ জায়গায় বিদ্যুৎ ফিরিয়ে আনা হয়েছে

৭. স্বরাষ্ট্রসচিব উত্তর ২৪পরগনা এবং দক্ষিণ ২৪পরগনা সেচ দফতরের সচিব যাবেন এবং সেখান থেকে ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন

৮. না জানিয়ে ট্রেন চালানো হচ্ছে। মহারাষ্ট্রের সঙ্গে কথা বললাম, তারা বলল রাত দুটোর সময় তারা জেনেছে

৯. সিইএসসি নিয়ে রাজনীতি শুরু করলো। কিন্তু এই সংস্থার সিপিএমের আমলে দিল্লির কংগ্রেস সরকার তৈরি করে দিয়েছিল

১০. আমরা মানবিক বলে বহু সংবাদমাধ্যমে নেতিবাচক প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিইনি

১১. জল না সরলে বিদ্যুতের খুঁটি বসানো যাচ্ছে না

১২. সিইএসসি চাইতে বিদ্যুৎ বন্টন সংস্থা অনেক ভাল কাজ করেছে

১৩. সকলকে কোয়ারেন্টাইন করা যাবে না, কারণ কয়েক লক্ষ মানুষ এসেছেন

১৪. জেলায় জেলা শাসক এবং ব্লকে বিডিও নেতৃত্বে টাস্কফোর্স তৈরি করুন

১৫. মহারাষ্ট্র, দিল্লি, চেন্নাই, মধ্যপ্রদেশ ও গুজরাত সহ ৫টি রাজ্য থেকে পরিযায়ীরা এলে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করতে হবে

১৬. মুম্বাই থেকে হঠাৎ ৩৬টা ট্রেন ছাড়া হচ্ছে বলে জানলাম

১৭. ৫ রাজ্য থেকে এলে স্কুলে স্কুলে কোয়ারেন্টাইন

১৮. গাদাগাদি করে এখানে শ্রমিকরা আসছেন, ফলে করোনা সমস্যা বাড়ছে

১৯. কেন্দ্র আমাদের সঙ্গে কথা বলে পরিকল্পনা করতে পারতো, কিন্তু তা করেনি

২০. ভিন রাজ্য থেকে যারা আসছেন তাদের অনেকেই করোনায় আক্রান্ত। মহারাষ্ট্র থেকে সরাচ্ছেন বাংলায় হচ্ছে

২১. রেড, অরেঞ্জ জোন মানলে এই অবস্থা তৈরি হতো না

২২. উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হয়, বন্যার পরিস্থিতি তৈরি হয়। এখন থেকে নজর রাখার জন্য বলছি

২৩. আজ বুধবার রাতের মধ্যে ১১টা ট্রেন ঢুকবে। কাল বৃহস্পতিবার ১৭টা ট্রেন ঢুকবে। আজ রাতের মধ্যেই তৈরি করতে হবে। ওরা আমাকে ডিস্টার্ব করতে গিয়ে মানুষকে ডিস্টার্ব করছে

২৪. কেন্দ্রের এত কোয়ারেন্টাইন সেন্টার আছে নাকি?

২৫. কেন্দ্র লকডাউন করেছে অথচ রেল রেলের মতো চলছে বিমান বিমানের মতো চলছে

২৬. এই সর্বনাশা পরিস্থিতির মধ্যে আমি প্রধানমন্ত্রীর সাহায্য চাইব

২৭. ত্রাণে যেন অভাব না হয় দেখে নিন, কেউ যেন অভুক্ত না থাকে

২৮. রেশন দোকান কোথাও ভেঙে গেলে অন্য জায়গা থেকে রেশনের কাজ চালান

২৯. ১০৭ কিলোমিটার বাঁধ ভেঙেছে দ্রুত সারাতে হবে

৩০. সন্দেশখালিতে যত মাছ মরেছে সে গুলোকে সরিয়ে এলাকা পরিষ্কার করতে হবে নইলে পচা দুর্গন্ধ বেরোবে।

৩১. নোনা জলে আরও কোন শস্য তৈরি হয় কিনা তা দেখতে হবে

৩২. অমিত শাহ কে বলেছিলাম এরকম সরকার ভেঙে দিন, অমিত শাহ বলেছিলেন, নির্বাচিত সরকার কীভাবে ভাঙবো

৩৩. যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে প্রতিদিন খতিয়ে দেখা হবে সারাদিনে কত কাজ হচ্ছে

৩৪. ১০০ কোটি দেওয়া হচ্ছে। যেখানে যেখানে টিউবওয়েল প্রয়োজন সেখানে কল বসানো হবে

৩৫. বিদ্যুতের সাড়ে চার লক্ষের বেশি খুঁটি পড়ে গেছে। সেগুলো তাড়াতাড়ি সারাতে হবে

৩৬. শিক্ষার সমস্ত শিক্ষা দফতর দেখছে। স্কুলগুলোতে কোয়ারেন্টাইন সেন্টার হচ্ছে। জুন মাসে স্কুলগুলো চালু করার কথা থাকলেও এখন করা যাচ্ছে না। এটি পড়ে এডুকেশন ডিপার্টমেন্ট জানিয়ে দেবে যে কবে স্কুল খোলা হবে

৩৭. আজকেও একজন ইলেকট্রিক সাপ্লাই এর লোক মারা গিয়েছেন। মোট 87 জন মারা গিয়েছেন আমফানে

৩৮.সাড়ে ১০ লক্ষ হেক্টর চাষের জমি নষ্ট হয়েছে, এক লক্ষ পানের বরজ নষ্ট হয়েছে, পানের বরজের জন্য ৫০০০ টাকা করে দেওয়া হয়েছে।

৩৯. ৩০০ ব্রিজ নষ্ট হয়েছে। একুশটি জেটি ড্যামেজ হয়েছে।

৪০.এক লক্ষ দশ হাজার স্কুল ড্যামেজ হয়েছে

৪১. ৫৮ হাজার হেক্টর পুকুর নষ্ট হয়েছে

৪২. ১ লক্ষ ৪৫ মৎস্যজীবীর বাড়ি নষ্ট হয়েছে

৪৩. প্রায় ৯ লক্ষ পশুপাখি মারা গিয়েছে, এসব পরিষ্কার করার দায়িত্ব পশুপালন দফতরের

৪৪. কেন্দ্রকে অনুরোধ করতে পারি ১০ কোটি মানুষকে ডাল দেওয়ার কথা। এখন ৬ কোটি মানুষ ডাল পাচ্ছে আর চার কোটি মানুষ পাচ্ছে না।

৪৫. রাজ্য ও জেলা স্তরে টাস্কফোর্স গঠন করা হয়েছে, টাস্কফোর্সে বিডিও আইসি ও বিধায়করা থাকবেন

৪৬. মোট ৩৩.৭ লক্ষ গ্রাহকের বিদ্যুতের পরিষেবা ফিরিয়েছে সিইএসসি বাকি থাকবে ৩০ হাজার

৪৭. আমফানে যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে তাদের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে

৪৮. কৃষি দফতর খুব ভালো কাজ করছে

Related articles

জঙ্গি নিধনের পর এবার বিপুল অস্ত্র উদ্ধার! সোপিয়ানে সাফল্য ভারতীয় সেনার

অপারেশন সিন্দুরের পর থেকে লাগাতার জম্মু ও কাশ্মীর-সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দেখা গিয়েছে...

ইস্টবেঙ্গলে সই প্যালেস্তাইনের মহম্মদ রশিদের

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত সেটাই হল। ইস্টবেঙ্গলে(Eastbengal) এবার প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদ(Mohammed Rashid)। আক্রমণ...

যারা উসকানি দিচ্ছে তারাই মামলা করেছে! নাম না করে বিকাশদের ধুয়ে দিলেন মমতা

SSC-র চাকরিহারাদের প্রতি তিনি সহনুভূতিশীল। কিন্তু তাঁদের যাঁরা উসকাচ্ছেন তাঁদের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

ভারতের প্রতিবাদে নড়ে বসল IMF, পাকিস্তানে সব আর্থিক অনুমোদনে নজরদারি

পাকিস্তানকে আইএমএফ-এর অনুদান আগেই আপত্তি জানিয়েছিল ভারত। এই টাকায় শুধুমাত্র জঙ্গি ফান্ডিং হবে বলে আগেই জানিয়েছিল ভারত। তারপরেও...
Exit mobile version