করোনা: মুম্বইয়ের খোঁড়া হচ্ছে গণকবর

করোনা আক্রান্ত হয়ে মৃতদের শেষকৃত্যের জন্য খোঁড়া হচ্ছে গণকবর। ঘটনা দেশের করোনা সংক্রমণের তালিকায় এক নম্বরে থাকা মহারাষ্ট্রে। দেশের এক-তৃতীয়াংশের বেশি করোনা আক্রান্ত রয়েছেন মুম্বইতে। সেখানেই খোঁড়া হচ্ছে এই গণকবর। মুম্বইয়ের মেরিন লাইন্স এলাকায় গণকবর খোঁড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, ২০টি কবর এ পর্যন্ত খোঁড়া হয়েছে। সেখানেই করোনায় মৃতদেহ কবর দেওয়া হবে। তবে তার জন্য কয়েকটি বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Previous articleহংকংয়ের পরে বর্ধমান, প্রশংসনীয় পদক্ষেপ প্রশাসনের
Next articleচতুর্থ দফার লকডাউন শেষে বদল আসছে বেশ কিছু ক্ষেত্রে!