একদিনে করোনা আক্রান্ত ১৮, তৎপর জেলা প্রশাসন

পূর্ব বর্ধমান জেলায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ১৮ জন। বুধবার দুপুর পর্যন্ত আট জন করোনা আক্রান্তের হদিশ মেলে। রাতে সেই সংখ্যাটাই ১৮ তে পৌঁছেছে। সবমিলিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫৫ জন। জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকরা ফিরতেই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

বুধবার রাতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় জানান, একদিকে ১৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। শুধু মঙ্গলকোটেই আক্রান্ত ৫ জন। আক্রান্তদের মধ্যে অনেকেই ভিন রাজ্য থেকে ফিরেছেন। আক্রান্তদের এক শিশুও রয়েছে। ওই শিশুকে দুর্গাপুরের সনকা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

রিপোর্ট পজিটিভ আসার পরই সংশ্লিষ্ট অঞ্চলে পৌঁছে যায় স্বাস্থ্য দফতরের দল। দুর্গাপুরের সনকা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আক্রান্তদের। এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।

Previous articleকবে খুলবে স্কুল? জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
Next articleকালবৈশাখী: বসিরহাটে পাঁচিল চাপা পড়ে মৃত ১, আহত ১