মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে নিল মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার। মহারাষ্ট্র থেকে রাজ্যে ৪২টি ট্রেন আসার কথা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে ২৫টি ট্রেন বাতিল করল মহারাষ্ট্র সরকার। বাকি ট্রেনগুলি আগামী কয়েকদিনে আসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ট্রেন আসছে তিনি জানতেনই না। তারপরেই ঠাকরে সরকারের এই সিদ্ধান্ত।
