একের পর এক রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের আগমন এবং সুপার সাইক্লোন আমফন পরবর্তী সময়ে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আরও ৩৪৪ জনের শরীরে মিলল করোনাভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,৫৩৬। এই সময়ের মধ্যে মারা গিয়েছেন আরও ৬ জন করোনা রোগী। এ পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ২২৩।

আজ, বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য দেওয়া হয়েছে। আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২,৫৭৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১,৬৬৮।
