Saturday, November 8, 2025

সাধনকে নিয়ে বিস্ফোরক পরেশ : দল বহিষ্কার করলেই গঙ্গায় ডুব দেব

Date:

মন্ত্রী সাধন পান্ডে মুখ খোলার পরে এবার আরও এক বিস্ফোরক মন্তব্য। কার্যত বোমা ফাটালেন দলেরই বিধায়ক পরেশ পাল। লক্ষ্য সাধন পান্ডে। পরেশ এলাকার দু’একজন কাউন্সিলরকে পাশে বসিয়ে বৃহস্পতিবার দুপুরে বলেছেন, প্রত্যেককে অপমান করাই সাধন পান্ডের কাজ। এই পরিস্থিতিতে উনি যা বলেছেন, তাতে ওনাকে দল থেকে বহিষ্কার করা উচিত। ওনাকে যেদিন দল থেকে বহিষ্কার করা হবে, সেদিন আমি গঙ্গায় ডুব দিয়ে স্নান করব। পরেশ আরও এক কদম এগিয়ে বলেন, লকডাউন বলে এখন কিছু করতে পারছি না। শেষ হলে তৃণমূলকর্মীরা পথে নামবেন সাধন পান্ডের বিরুদ্ধে।

পরেশ উত্তেজিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, উনি অজিত পাঁজাকে মেরে ফেলেছেন! উত্তর কলকাতায় দলের প্রত্যেকের সঙ্গে ওনার সম্পর্ক দ্বন্দ্ব। ওনার জন্য কেউ কাজ করতে পারেন না। পরেশের অভিযোগ, রোজভ্যালি মামলায় ওনার মেয়ে অভিযুক্ত। তাকে বাঁচাতে ও বিজেপিকে খুশি করতে মাটিতে নেমে কাজ করা মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এসব অভিযোগ করছেন।

বিলো দ্য বেল্ট হিট করে পরেশ বলেন, কী রকম লোক ভাবুন, লোকটা একা হাঁটতে পারে না। চারজন লোককে সঙ্গে থাকতে হয়। সে কিনা করাত দিয়ে গাছ কাটছে। ফেসবুকে ছবি দিচ্ছে!

উত্তর কলকাতার রাজনীতিতে সাধন-পরেশ দুই যুযুধান শিবির বলেই পরিচিত। কিন্তু বর্ষীয়ান সাধন পান্ডের বিরুদ্ধে এমন মন্তব্য পরেশ করলেন কোন রাজনৈতিক সাহসে? এই দায়িত্ব তো দল তাঁকে দেয়নি। তাহলে? রাজনৈতিক মহল মনে করছে পরেশের পিছনে আসলে পুরসভার কোনও বড় মাথার ইন্ধন আছে। পরেশ যে ভাষায় সাধন পান্ডেকে আক্রমণ করেছেন, তাতে দলবিরোধী কাজের জন্য তাঁকেও শোকজ করা উচিত, বলছেন দলেরই একাংশ। ঘটনা যেদিকে গড়াচ্ছে, তাতে সাধনকাণ্ড নিয়ে মুখ পুড়ছে তৃণমূলের, লাভ হচ্ছে বিজেপির। দলের শীর্ষ নেতৃত্ব কবে মধ্যস্থতা করে বিতর্ক মেটান, অপেক্ষা তারই।

Related articles

আউট না হয়েও প্যাভিলিয়নে ফিরলেন অভিষেক-গিল,পঞ্চম টি-টোয়েন্টির শুরুতেই ছন্দপতন

ব্রিসবেনে আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান বোলারদের ছন্দ নষ্ট করতে পঞ্চম টি-টোয়েন্টির (Ind vs Aus 5th T20) শুরু থেকেই স্বমহিমায়...

SIR আতঙ্কে মৃতদের পাশে তৃণমূল: অভিষেকের নির্দেশে তৈরি বিশেষ কমিটি

এসআইআর আতঙ্কে রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭, ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। কোথাও নাম না থাকার আতঙ্কে হৃদরোগে...

প্রার্থনায় রাজ্য সঙ্গীত: স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির গুরুত্বও বিবেচ্য, GTA-র সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে জানালেন ব্রাত্য

রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার...

কে সঠিক? জ্ঞানেশ কুমার, না কমিশনের সফটওয়্যার? পর্দাফাঁস করে প্রশ্ন তৃণমূলের

দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করার ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh...
Exit mobile version