সংবাদপত্রের স্বাধীনতার দাবি জানালেন দিলীপ

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের স্বাধীনতার দাবি জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, কখনও সংবাদপত্র, কখনও বৈদ্যুতিন মাধ্যম, আবার কখনও গোটা চ্যানেল বন্ধ করে দিচ্ছে। এটা তো স্বৈরচারী মনোভাব। এর প্রতিবাদ জানান সকলে। পাশাপাশি দিলীপ বলেন, পরিযায়ীদের ফেরাতে রাজ্যের কেন এতো দ্বিধা। রাজ্যের মানুষ রাজ্যে ফিরতে পারবে না! রাজ্যের জন্য এই পরিস্থিতি তৈরি হচ্ছে।

Previous articleLIVE : আমফানের বিপদগ্রস্ত মানুষের পাশে সবাইকে দাঁড়াতে আহ্বান মুখ্যমন্ত্রীর
Next articleমুজাফফরপুরের ঘটনাকে “ছোট” বলায় দিলীপের কড়া সমালোচনায় সোমেন