বিশ্বকাপ নয় অক্টোবরে স্মিথদের সঙ্গে টি-২০ সিরিজ, পিঙ্ক টেস্টও

টি-২০ বিশ্বকাপ করা যাচ্ছে না, কিন্তু ওই অক্টোবরেই টি-২০সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে মেন ইন ব্লু। মূলত সে নিয়ে আইসিসির অন্দরমহলে ব্যাপক বিরোধ তৈরি হয়েছে। বিশ্বকাপ করা না গেলে টি-২০ সিরিজ কীভাবে? এ নিয়ে বিস্তর বিতর্ক হয় বৈঠকে। সিরিজের স্বপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়ার বক্তব্য, দ্বিপাক্ষিক সিরিজে শুধু ৩২ জন খেলোয়াড়ের স্বাস্থ্যের বিষয়, আর বিশ্বকাপ মানে ১৬টি দলের ২৫৬ জন খেলোয়াড়। কার্যত অস্ট্রেলিয়ার নেতিবাচক মনোভাবের কারণে টি-২০ বিশ্বকাপ পিছিয়ে যাচ্ছে। একইসঙ্গে সকলকে চমকে দিয়ে এদিন ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। তাতে বড় খবর হলো ২০২১-এর ৩ জানুয়ারি থেকে থেকে ভারত অ্যাডিলেডে খেলতে নামছে পিঙ্ক টেস্ট। অক্টোবরে টি-২০সিরিজ দিয়ে সফর শুরু। ৪ টেস্টের সিরিজ শুরু ৩ ডিসেম্বরে। তবে নভেম্বরে থাকছে ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচও। সব মিলিয়ে লকডাউন ও করোনা হামলার পর সম্ভবত ভারত-অস্ট্রেলিয়া সিরিজই হচ্ছে প্রথম পূর্ণাঙ্গ সিরিজ।

Previous articleকরোনা আক্রান্ত রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু
Next articleমমতাকে ফোন অমিতের!