Sunday, May 18, 2025

পঙ্গপালের হানায় চিন্তায় পড়েছেন চাষীরা।
একে তো করোনা, তার দোসর পঙ্গপাল । পাকিস্তানের সীমানা পেরিয়ে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল ঢুকেছে ভারতে। রাজস্থান, মধ‍্যপ্রদেশ, হরিয়ানা এখন রীতিমতো পঙ্গপালের গ্রাসে। আকাশ কালো করে ধেয়ে আসছে পঙ্গপালের ঝাঁক। নিমেষের মধ‍্যে শেষ করে দিচ্ছে ক্ষেতের পর ক্ষেত ফসল।
একদিকে যখন পঙ্গপালের উপদ্রবে নাজেহাল অবস্থা কৃষকদের তখনই সোশ‍্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে পঙ্গপালের ভিডিও । তবে এই ভিডিও পঙ্গপাল রান্নার।

হ‍্যাঁ, ঠিকই পড়েছেন। পঙ্গপাল ভেজে কিভাবে সুস্বাদু করে রান্না করা যায় তারই রেসিপি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ক‍্যাপশনে লেখা হয়েছে, ‘পঙ্গপালের রেসিপি। পঙ্গপাল খাবে মানুষের ফসল আর মানুষ খাবে পঙ্গপাল’। সোশ‍্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল এই ভিডিও।

এই রেসিপিটি চিনের হলেও বহু দেশেই পঙ্গপাল খাওয়ার রীতি রয়েছে। বিশেষজ্ঞরা বলেন, পঙ্গপালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। প্রতি ১০০ গ্রাম পঙ্গপালে ১৪-২৮ গ্রাম প্রোটিন রয়েছে। বাইবেলেও নাকি রয়েছে মধু দিয়ে পঙ্গপাল খাওয়ার নিদান। মধ‍্য প্রাচ‍্য থেকে আফ্রিকা বহু দেশেই খাওয়া হয় পঙ্গপাল।

পঙ্গপাল দিয়ে বিশেষ কয়েকটি পদ:

১) লোকাস্ট(পঙ্গপাল) ফ্রাই। ২)ক্রিসপি লোকাস্ট। ৪) মশলা লোকাস্ট। ৫) লোকাস্ট বিরিয়ানি

পাকিস্তানের সিন্ধ প্রদেশের কৃষিমন্ত্রী ইসমাইল রাহু পাঙ্গপাল খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাঁর সেই বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ভিডিয়োয় মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘এগুলি দিয়ে আপনি বারবিকিউ করতে পারেন, বিরিয়ানি বানাতে পারেন। এগুলি দিয়ে বড় বড় ডিশ তৈরি হয়।’ এই পঙ্গপাল মানুষের শরীরের কোনও ক্ষতি করবে কি না, এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘শহরের লোকজনও এগুলি রান্না করে খেতে পারেন। এতে কোনও ক্ষতি হবে না।’

Related articles

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...

হরপ্রীত ব্রারের দুরন্ত স্পেলেই প্লেঅফ পাকা পঞ্জাব কিংসের

শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) বদলে ইমপ্যাক্ট ক্রিকেটার হরপ্রীত ব্রার(Harpreet Brar)। আর সেটাই যে এদিন পঞ্জাব কিংসের(PBKS) মাস্টার স্ট্রোক ছিল...

প্রস্তুতি তুঙ্গে! সোমে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, ১৯ মে বিকেলে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এরপর সড়কপথে রওনা...
Exit mobile version