Monday, May 19, 2025

করোনা সংক্রমণ বদলে দিয়েছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। বাইরের জীবনের বদলে ঘরই হয়েছে আপন।প্রকৃতির নিজস্ব স্রোতের বিপরীতে এতদিন চালনা করেছি আমরা। কিন্তু প্রকৃতি যখন প্রতিশোধ নিচ্ছে, সেই সময় কার্যত কিছুই করার নেই আমাদের। সব কিছুর শেষে এটাই প্রমাণ হয় যে প্রকৃতির মানবজাতিকে দরকার নেই। কিন্তু বেঁচে থাকতে গেলে মানবজাতির প্রয়োজন প্রকৃতিকে। প্রকৃতিই আসল হিরো। আর আমরা এখানে জিরো। এই প্রেক্ষাপটেই তৈরি হয়েছে তন্ময় রায় এবং প্রীতম কুণ্ডুর শর্ট ফিল্ম কাম মিউজিক ভিডিও জিরো।

এই শর্ট ফিল্ম কাম মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন টালিগঞ্জের প্রথম সারির অভিনেতারা। অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, মৌবনী সরকার সহ বিশিষ্ট অভিনেতারা। পাশাপাশি গান গেয়েছেন সিধু, পটা সহ ১২ জন শিল্পী। ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়। ছবির শেষে দেখানো হয়েছে প্রকৃতি এবং মানবজাতি আলিঙ্গন করছে। কেউ হেরে যাচ্ছে না।

মিউজিক ডিরেক্টর প্রীতম কুণ্ডু বলেন, “আমরা এমন একটা সময়ে ফিরে যাচ্ছি যেখানে কোনও আর্টিফিশিয়াল জিনিস নেই। বাড়ির খাবার খাচ্ছি। বাইরে গিয়ে নাইট ক্লাব বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া করা নেই।” à§©à§§ মে ইউটিউবে এই ছবি রিলিজ করবে। প্রীতম কুণ্ডু জানান, “ছবি থেকে যা আয় হবে তা দিয়ে করোনা মোকাবিলায় সাহায্য করব আমরা।”

Related articles

আন্দোলন হিংস্র কেন হবে: চাকরিহারা শিক্ষকদের জন্য রাজ্যের অবস্থান ব্যাখ্যা অভিষেকের

লাগাতার বিকাশ ভবন ঘেরাও করে আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা। সরকারি সম্পত্তি নষ্ট থেকে সরকারি কর্মীদের শারীরিক নিগ্রহ, কোনও অভিযোগই...

প্রতিনিধি দলে কে, একক সিদ্ধান্ত বিজেপি নিতে পারে না: দলের অবস্থান স্পষ্ট অভিষেকের

পাকিস্তান বিরোধী প্রতিটি পদক্ষেপে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন্দ্রের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।...

ব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

ট্রাভেল ব্লগারের নামে দেশের সেনার গোপণ তথ্য ফাঁস পাকিস্তানের গুপ্তচরদের কাছে। দেখলে মনেই হবে না কোনও তথ্য ফাঁস...

টিটাগড়ের বহুতলের ফাঁকা ঘরে বিস্ফোরণ! ঘটনাস্থলে পুলিশ

ফাঁকা বহুতলের ঘরে বিস্ফোরণে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে। বিস্ফোরণে ঘরের দেওয়ালের অংশ ভেঙে পাশের বাড়ির চালে গিয়ে...
Exit mobile version