Monday, May 19, 2025

করোনা বিপর্যয়ের মধ্যেই ভারতে নয়া ত্রাস পঙ্গপাল। প্রতিদিন দেশের নতুন নতুন এলাকায় আক্রমণ করছে শস্যখেকো এই পরিযায়ী পতঙ্গ বাহিনী। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ফসলের দফারফা করে এবার তারা ঢুকে পড়েছে মহারাষ্ট্রে। গত কয়েক দিনে পূর্ব মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের চার থেকে পাঁচটি গ্রাম এখন ঝাঁকে ঝাঁকে উড়ে আসা পঙ্গপালের কবলে। পঙ্গপালের আতঙ্কে প্রমাদ গুনছে অন্যান্য রাজ্যও। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে মথুরা এবং দিল্লিতে। মথুরা জেলা প্রশাসনের তরফে ইতোমধ্যে টাস্কফোর্স এবং বিশেষ নজরদারি টিম তৈরি করা হয়েছে। চাষিদের কম দামে কীটনাশক দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আসলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের দল আসছে ভারতে৷ এরা একটি দলে প্রায় ৮০ লক্ষ থাকে৷ আড়াই হাজার মানুষের খাবার সাবাড় করতে দিতে পারে কয়েক ঘণ্টায়৷
আর এই পঙ্গপালের আগমন নিয়ে বাইবেলে যা বলা হয়েছে তা জানলে চোখ কপালে উঠতে বাধ্য । বাইবেলে স্পষ্ট বলা হয়েছে , পঙ্গপালের আসা মানে পৃথিবীর শেষের ইঙ্গিত৷ ঝাঁক ঝাঁকে পঙ্গপাল আসতে থাকায় এ বার সেই বাইবেলের কথাকেই বিশ্বাস করতে শুরু করেছেন বহু ভারতীয়৷
পঙ্গপালরা সারা দেশ ঢেকে ফেলবে৷ চারিদিকে এত পঙ্গপাল আসবে যে তোমরা মাটি দেখতে পাবে না| সব কিছু কালো হয়ে যাবে৷ শিলাবৃষ্টির হাত থেকে যা কিছু বেঁচে গিয়েছে সেসব পঙ্গপালরা খেয়ে ফেলবে, মাঠের প্রত্যেকটি গাছের সমস্ত পাতা, ফল এই পঙ্গপালরা খেয়ে ফেলবে৷বাইবেলের এই লেখাতেই শেষের দিনের প্রমাদ গুনছেন ভারতীয়রা৷ ইতিমধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে কোটি কোটি পঙ্গপাল এসেছে৷ জয়পুরের জনবসতিপূর্ণ এলাকাতেও ঢুকে পড়েছে তারা৷ ১৯৯৩ সালের পরে এই প্রথম৷
সুদূর ইথিওপিয়া, সোমালিয়া, কেনিয়া-সহ আফ্রিকার বেশকিছু দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে সৌদি আরব হয়ে পাকিস্তানে প্রবেশ করে এই পঙ্গপালের ঝাঁক। এরপর ভারতে প্রবেশ করেও ক্লান্ত নয় পঙ্গপালের দল। অনায়াসেই হামলা চালাতে পৌঁছচ্ছে একের পর এক রাজ্যে।

Related articles

ব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

ট্রাভেল ব্লগারের নামে দেশের সেনার গোপণ তথ্য ফাঁস পাকিস্তানের গুপ্তচরদের কাছে। দেখলে মনেই হবে না কোনও তথ্য ফাঁস...

টিটাগড়ের বহুতলের ফাঁকা ঘরে বিস্ফোরণ! ঘটনাস্থলে পুলিশ

ফাঁকা বহুতলের ঘরে বিস্ফোরণে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে। বিস্ফোরণে ঘরের দেওয়ালের অংশ ভেঙে পাশের বাড়ির চালে গিয়ে...

পাকিস্তানের অপারেশন! অজ্ঞাত আততায়ীদের হাতে খুন লস্কর নেতা সইফুল্লাহ

একদিকে যখন পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে অপারেশন সিন্দুর (Operation Sindur) চালিয়ে চলেছে ভারত, তখনই পাকিস্তান থেকে এলো...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...
Exit mobile version