Wednesday, November 12, 2025

বাইবেলের কথাই সত্যি হতে পারে , পঙ্গপালের দাপট পৃথিবীর শেষের ইঙ্গিত?

Date:

করোনা বিপর্যয়ের মধ্যেই ভারতে নয়া ত্রাস পঙ্গপাল। প্রতিদিন দেশের নতুন নতুন এলাকায় আক্রমণ করছে শস্যখেকো এই পরিযায়ী পতঙ্গ বাহিনী। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ফসলের দফারফা করে এবার তারা ঢুকে পড়েছে মহারাষ্ট্রে। গত কয়েক দিনে পূর্ব মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের চার থেকে পাঁচটি গ্রাম এখন ঝাঁকে ঝাঁকে উড়ে আসা পঙ্গপালের কবলে। পঙ্গপালের আতঙ্কে প্রমাদ গুনছে অন্যান্য রাজ্যও। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে মথুরা এবং দিল্লিতে। মথুরা জেলা প্রশাসনের তরফে ইতোমধ্যে টাস্কফোর্স এবং বিশেষ নজরদারি টিম তৈরি করা হয়েছে। চাষিদের কম দামে কীটনাশক দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আসলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের দল আসছে ভারতে৷ এরা একটি দলে প্রায় ৮০ লক্ষ থাকে৷ আড়াই হাজার মানুষের খাবার সাবাড় করতে দিতে পারে কয়েক ঘণ্টায়৷
আর এই পঙ্গপালের আগমন নিয়ে বাইবেলে যা বলা হয়েছে তা জানলে চোখ কপালে উঠতে বাধ্য । বাইবেলে স্পষ্ট বলা হয়েছে , পঙ্গপালের আসা মানে পৃথিবীর শেষের ইঙ্গিত৷ ঝাঁক ঝাঁকে পঙ্গপাল আসতে থাকায় এ বার সেই বাইবেলের কথাকেই বিশ্বাস করতে শুরু করেছেন বহু ভারতীয়৷
পঙ্গপালরা সারা দেশ ঢেকে ফেলবে৷ চারিদিকে এত পঙ্গপাল আসবে যে তোমরা মাটি দেখতে পাবে না| সব কিছু কালো হয়ে যাবে৷ শিলাবৃষ্টির হাত থেকে যা কিছু বেঁচে গিয়েছে সেসব পঙ্গপালরা খেয়ে ফেলবে, মাঠের প্রত্যেকটি গাছের সমস্ত পাতা, ফল এই পঙ্গপালরা খেয়ে ফেলবে৷বাইবেলের এই লেখাতেই শেষের দিনের প্রমাদ গুনছেন ভারতীয়রা৷ ইতিমধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে কোটি কোটি পঙ্গপাল এসেছে৷ জয়পুরের জনবসতিপূর্ণ এলাকাতেও ঢুকে পড়েছে তারা৷ ১৯৯৩ সালের পরে এই প্রথম৷
সুদূর ইথিওপিয়া, সোমালিয়া, কেনিয়া-সহ আফ্রিকার বেশকিছু দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে সৌদি আরব হয়ে পাকিস্তানে প্রবেশ করে এই পঙ্গপালের ঝাঁক। এরপর ভারতে প্রবেশ করেও ক্লান্ত নয় পঙ্গপালের দল। অনায়াসেই হামলা চালাতে পৌঁছচ্ছে একের পর এক রাজ্যে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version