Thursday, November 13, 2025

বিয়ের পর নবদম্পতি কাটিয়েছে মাত্র এক ঘণ্টা, তারপরেই কোয়ারেন্টাইন সেন্টারে

Date:

নভেল করোনাভাইরাসের জেরে দেশ জুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন। তবে এই করোনা পরিস্থিতির মধ্যেও থেমে নেই ধর্মীয় অনুষ্ঠান বা বিয়ে। লকডাউনের শুরুতে কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী কোনও ধর্মীয়, বিয়ে বা জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। তবে চতুর্থ দফার লকডাউনের শুরুতে কেন্দ্রের নির্দেশ অনুসারে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন ৫০ জন সদস্য এমনটাই জানানো হয়েছিল। সেই বিধি মেনে বিয়ের আয়োজন হলেও শেষটা ভালো হলো না৷

মধ্যপ্রদেশের এক অঞ্চলে বিয়ের আসর থেকে নবদম্পতিকে যেতে হল সোজা কোয়ারেন্টাইন সেন্টারে। বিয়ের পর কেটেছে মাত্র এক ঘণ্টা তারপরেই দুজনে কোয়ারেন্টাইন সেন্টারে। পাত্রীর জামাইবাবু CISF কর্মী৷ তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ হ‌ওয়ায় কার্যত বিয়ের আসর থেকেই নবদম্পতি সহ ১০০র বেশি পরিবারের সদস্য ও তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ছিন্দ‌ওয়ারা জেলা হাসপাতাল ছাড়াও আরও দু’টি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, গত সপ্তাহেই ওই CISF কর্মী জেলায় ফিরেছেন। ছিন্দ‌ওয়ারা-হোসাঙ্গাবাদ সীমান্তে তাঁর থার্মাল স্ক্রিনিং হয়। এরপর তিনি জেলার জুনার্দেও এলাকায় নিজের বাড়িতে যান। পাশাপাশি, পারাসিয়া এলাকায় গিয়ে আত্মীয়দের সঙ্গেও দেখা করেন। শ্যালিকার বিয়েতে গত ২৬ মে যোগ দিতে তিনি ছিন্দ‌ওয়ারা শহরে শ্বশুরবাড়িতে আসেন।

ছিন্দ‌ওয়ারার জেলাশাসক সৌরভ সুমন জানিয়েছেন, তিন-চার দিন আগেই করোনার লক্ষণ দেখা দেওয়ায় ওঁর নমুনা পরীক্ষার জন্য ছিন্দ‌ওয়ারা জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ হয়েছে৷

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version