করোনা আক্রান্তের নিরিখে দেশের অষ্টম রাজ্য বাংলা, রাজ্যে এক নম্বরে কলকাতা

কেন্দ্রের ‘আনলক-1’ প্রক্রিয়া শুরুর ঘোষণার দিনই করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে আরও এক ধাপ এগিয়ে দেশের অষ্টম রাজ্য হলো বাংলা৷

পাশাপাশি গোটা রাজ্যের মধ্যে কলকাতা এখনও আক্রান্ত এবং মৃতের সংখ্যার নিরিখে অন্যান্য জেলার তুলনায় অনেকটাই এগিয়ে৷ আজও ‘প্রথম’ স্থানেই আছে কলকাতা৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এদিনই নির্দেশিকা প্রকাশ করে জানিয়েছে, আগামী
৩০ জুন পর্যন্ত লকডাউন থাকবে শুধুই কনটেনমেন্ট জোনগুলিতে৷ পর্যায়ক্রমে সব খুলে দেওয়ার পদ্ধতিও এদিন ঘোষণা করেছে কেন্দ্র। বস্তুত, দেশে ‘লকডাউন ৫’ নয়, সোমবার থেকে
‘আনলক ১’ চালু হচ্ছে ৷

আর শনিবার, একইদিনে,
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে জানা গিয়েছে,

◾করোনা- আক্রান্তের সংখ্যার বিচারে রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের স্থান এখন অষ্টমে৷

◾দেশের ৮ নম্বর রাজ্য বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫,১৩০ জন৷

◾গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার জেরে নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে।

◾রাজ্যে মোট মৃতের সংখ্যা ২৩৭।

◾এর বাইরে রয়েছেন কো-মর্বিডিটির কারণে মারা যাওয়া ৭২ জন।

◾করোনাযুক্ত মৃত‍্যুর সংখ্যা রাজ্যে মোট ৩০৯ জন৷

◾গত ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩১৭ জন।

◾হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরিসংখ্যান বেড়ে হয়েছে ৩৮.৪০ শতাংশ।

◾সুস্থ হয়েছেন ১৯৭০ জন।

কলকাতাবাসীদের জন্য খারাপ খবরও একই রকম৷ গোটা রাজ্যে কলকাতা এখনও আক্রান্ত এবং মৃতের সংখ্যায় অন্যান্য জেলার তুলনায় ঢের এগিয়ে।

◾কলকাতায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গিয়েছে।

◾করোনায় মৃত্যুর সংখ্যা ১৫০।

◾এ ছাড়া কো-মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৫২ জনের।

◾ফলে কলকাতায় মোট মৃত্যু ২০২ জন৷

◾কলকাতা বাদ দিলে গোটা রাজ্যের সব জেলা মিলিয়ে করোনাযুক্ত কারনে মৃতের সংখ্যা ১০৭ জন৷

কলকাতার পাশাপাশি হাওড়া জেলার পরিস্থিতিও উদ্বেগজনক৷
এই জেলায় করোনা আক্রান্তর সংখ্যা হাজার ছুঁতে চলেছে।

স্বাস্থ্য দফতরের তথ্য জানাচ্ছে,

◾শনিবার পর্যন্ত রাজ্যে ১ লক্ষ ৯৪ হাজার ৩৯৭ নমুনা পরীক্ষা করা হয়েছে।

◾গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টেস্ট হয়েছে ৯,৩৪৬টি।

◾এখন রাজ্যে ৪০টি ল্যাবে টেস্ট করা হচ্ছে।

◾সেই সঙ্গে ৬৯ হাসপাতালে ৯২০টি ICU বেড তৈরি রাখা হয়েছে।

◾রাজ্যে ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে ৩৯২টি।

Previous article“উর্দিধারীদের এই ধরণের আচরণ খুবই চিন্তাজনক”, টুইট করলেন রাজ্যপাল
Next article“ত্রাণ নিয়ে কোনও সমস্যা নেই”, বনগাঁয় বৈঠকের পর জানালেন আলাপন