Sunday, November 16, 2025

করোনা আক্রান্তের নিরিখে দেশের অষ্টম রাজ্য বাংলা, রাজ্যে এক নম্বরে কলকাতা

Date:

কেন্দ্রের ‘আনলক-1’ প্রক্রিয়া শুরুর ঘোষণার দিনই করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে আরও এক ধাপ এগিয়ে দেশের অষ্টম রাজ্য হলো বাংলা৷

পাশাপাশি গোটা রাজ্যের মধ্যে কলকাতা এখনও আক্রান্ত এবং মৃতের সংখ্যার নিরিখে অন্যান্য জেলার তুলনায় অনেকটাই এগিয়ে৷ আজও ‘প্রথম’ স্থানেই আছে কলকাতা৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এদিনই নির্দেশিকা প্রকাশ করে জানিয়েছে, আগামী
৩০ জুন পর্যন্ত লকডাউন থাকবে শুধুই কনটেনমেন্ট জোনগুলিতে৷ পর্যায়ক্রমে সব খুলে দেওয়ার পদ্ধতিও এদিন ঘোষণা করেছে কেন্দ্র। বস্তুত, দেশে ‘লকডাউন ৫’ নয়, সোমবার থেকে
‘আনলক ১’ চালু হচ্ছে ৷

আর শনিবার, একইদিনে,
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে জানা গিয়েছে,

◾করোনা- আক্রান্তের সংখ্যার বিচারে রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের স্থান এখন অষ্টমে৷

◾দেশের ৮ নম্বর রাজ্য বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫,১৩০ জন৷

◾গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার জেরে নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে।

◾রাজ্যে মোট মৃতের সংখ্যা ২৩৭।

◾এর বাইরে রয়েছেন কো-মর্বিডিটির কারণে মারা যাওয়া ৭২ জন।

◾করোনাযুক্ত মৃত‍্যুর সংখ্যা রাজ্যে মোট ৩০৯ জন৷

◾গত ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩১৭ জন।

◾হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরিসংখ্যান বেড়ে হয়েছে ৩৮.৪০ শতাংশ।

◾সুস্থ হয়েছেন ১৯৭০ জন।

কলকাতাবাসীদের জন্য খারাপ খবরও একই রকম৷ গোটা রাজ্যে কলকাতা এখনও আক্রান্ত এবং মৃতের সংখ্যায় অন্যান্য জেলার তুলনায় ঢের এগিয়ে।

◾কলকাতায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গিয়েছে।

◾করোনায় মৃত্যুর সংখ্যা ১৫০।

◾এ ছাড়া কো-মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৫২ জনের।

◾ফলে কলকাতায় মোট মৃত্যু ২০২ জন৷

◾কলকাতা বাদ দিলে গোটা রাজ্যের সব জেলা মিলিয়ে করোনাযুক্ত কারনে মৃতের সংখ্যা ১০৭ জন৷

কলকাতার পাশাপাশি হাওড়া জেলার পরিস্থিতিও উদ্বেগজনক৷
এই জেলায় করোনা আক্রান্তর সংখ্যা হাজার ছুঁতে চলেছে।

স্বাস্থ্য দফতরের তথ্য জানাচ্ছে,

◾শনিবার পর্যন্ত রাজ্যে ১ লক্ষ ৯৪ হাজার ৩৯৭ নমুনা পরীক্ষা করা হয়েছে।

◾গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টেস্ট হয়েছে ৯,৩৪৬টি।

◾এখন রাজ্যে ৪০টি ল্যাবে টেস্ট করা হচ্ছে।

◾সেই সঙ্গে ৬৯ হাসপাতালে ৯২০টি ICU বেড তৈরি রাখা হয়েছে।

◾রাজ্যে ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে ৩৯২টি।

Related articles

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...
Exit mobile version