লকডাউনে সপ্তম দফায় সাহায্য হাওড়ার বন্ধু মিলন সঙ্ঘের

করোনা সংক্রমণ রুখতে লকডাউন চলছে দু’মাসেরও বেশি সময় ধরে। তাতে দুর্দশা বেড়েছে সাধারণ মানুষের। মানুষের এই বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছে হাওড়ার বন্ধু মিলন সঙ্ঘ। নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিচ্ছে তারা। এই প্রথম নয়, সপ্তম দফায় সাধারণ মানুষকে সাহায্য করছে বন্ধু মিলন সংঘ। গত সপ্তাহে মাংস দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে দেওয়া হলো মাছ। ৭০ জনের হাতে তুলে দেওয়া হয়েছে চাল, ডাল, চিনি, দুধ, ডিম। সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরে কাজ করছেন বন্ধু মিলন সঙ্ঘের সদস্যরা।

Previous articleনেহা কক্করের গান গেয়ে ভাইরাল আরেক ‘রানু’ চাঁদমণি
Next articleচুঁচুড়ায় তৃণমূলের উদ্যোগে বিনা পয়সার হাট