Sunday, November 16, 2025

পঞ্চম দফায় কেন্দ্র দেশজুড়ে কনটেইনমেন্ট জোনগুলিতেই লকডাউন চালিয়ে নিয়ে যেতে চাইলেও রাজ্যে আরও দু’সপ্তাহ লকডাউন জারি থাকবে৷ এ সংক্রান্ত গাইড লাইনও প্রকাশ করেছে রাজ্য। গাইড লাইনে বলা হয়েছে, এই নির্দেশিকা জারি থাকবে আগামী দু’সপ্তাহ। তারপর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজ্যের লকডাউন গাইডলাইনে বলা হয়েছে:

◾১ জুন থেকে সব চা বাগানগুলি খুলে দেওয়া হবে।

◾১ জুন থেকে চটকলগুলিও কাজ শুরু করতে পারবে এই দফায়।

◾ক্ষুদ্র ও মাঝাারি শিল্পোদ্যোগগুলিতে এবং খনিগুলিতে কাজকর্ম শুরু করা যাবে।

◾নির্মাণকর্মীরা কাজে যোগ দিতে পারবেন।

◾সরকারি ও বেসরকারি বাসে ঠিক যত আসন ততজনই উঠতে পারবেন।

◾স্থানীয় পুলিশের পরামর্শ নিয়ে খোলা যাবে ধর্মীয়স্থান৷ তবে ১০ জনের বেশি প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

◾রাজ্যে শুটিংয়েও ছাড় দেওয়া হচ্ছে। সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজের শুটিংয়ে ছাড় দিচ্ছে রাজ্য। ১ জুন থেকে চালু হবে শুটিং। রিয়েলিটি শো ছাড়া সবরকম শুটিংয়ে ছাড়।

◾ তবে একটি ইউনিটে ৩৫ জনের বেশি লোক নেওয়া চলবে না। সুরক্ষা বিধি মেনেই শুটিং করতে হবে।

◾৮ জুন থেকে দৈনিক ৭০ শতাংশ শক্তি নিয়ে কাজ শুরু হবে সরকারি দফতরে।

◾রেস্তোরাঁ এবং শপিংমলগুলি কাজ শুরু করতে পারে ৮ জুন থেকেই।

নতুন গাইডলাইনে বেসরকারি সংস্থাগুলিকেও বলা হয়েছে সুরক্ষাবিধি মেনে কাজ করতে। কোনও ব্যক্তি, সংস্থা লকডাউনের সামাজিক সুরক্ষা বিধি ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা হয়েছে।

প্রসঙ্গত,, কেন্দ্রের লকডাউন নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কন্টেইনমেন্ট জোনের বাইরেও পরিস্থিতি বিবেচনা করে কোনও নিষেধাজ্ঞা জারি করতে পারে। তার ভিত্তিতেই রাজ্যের এই নির্দেশিকা৷

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version