Friday, November 21, 2025

Breaking: তুমিই বহিষ্কৃত ছিলে, তোমাকে কেন উত্তর দেব? সুদীপকে সাধন

Date:

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শো কজের চিঠির কৌশলী জবাব দিলেন সাধন পান্ডে।

উত্তর কলকাতা জেলা তৃণমূলসূত্রে খবর, শুক্রবার বিকেলে জেলা সভাপতি সুদীপের দপ্তরে সাধনের চিঠি এসেছে।

জানা গিয়েছে, সাধন পান্ডে লিখেছেন সুদীপ নিজেই যেহেতু দলবিরোধী কাজের অভিযোগে দল থেকে সাসপেন্ড ছিলেন এবং দলের বিরুদ্ধে ভোটেও লড়েছেন, তাই সুদীপের কাছে তিনি নিজের আনুগত্য প্রমাণের দায় রাখেন না। কারণ তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে তিনি কখনও দল ছাড়েননি।
সাধন লিখেছেন, তাঁর যদি কৈফিয়ত দেওয়ার হয়, তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে জানাবেন।
সাধন পান্ডে লিখেছেন, সুদীপের উচিত উত্তর কলকাতায় সংগঠনে মন দেওয়া। কারণ লোকসভা ভোটে বিপুল বুথে তৃণমূল পিছিয়ে।
সাধন আরও লিখেছেন, বাধ্য হয়ে কোনো ক্ষোভের কথা জানানো মানেই দলের শত্রু ভাবা ঠিক নয়।
সাধন চিঠিতে দলনেত্রীর সঙ্গে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রাপথের কথা লিখেছেন। পুরনো ও সিনিয়র নেতা, কর্মীদের সম্মানের কথা বলেছেন।

জেলা তৃণমূল সূত্রে খবর, সুদীপবাবু চিঠির বিষয়টি পার্থ চট্টোপাধ্যায়কে জানিয়ে দিচ্ছেন।

সূত্র বলছে, সাধনবাবু শেষে সুদীপবাবুকে এটাও লিখেছেন যে একটি চিঠি বা রাজনৈতিক পরিস্থিতিতে তাঁদের দুজনের সম্পর্কে প্রভাব পড়বে না।

এদিকে, সাধনবাবুর শিবির মুখে কুলুপ এঁটে বসে আছে। একটি সূত্র জানাচ্ছে, তাঁর ” কৈফিয়ত” তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। তাতে তিনি কী লিখেছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
এদিকে দলের নির্দেশে পরেশ পালকেও শোকজ করা হচ্ছে সাধনকে আক্রমণের জন্য।
সাধন অবশ্য এদিন মুখে কুলুপ এঁটে এলাকায় ত্রাণ ও অন্যান্য কর্মসূচিতে ব্যস্ত ছিলেন।

Related articles

‘হাঁটি হাঁটি পা পা’ করে গোয়া চলচ্চিত্র উৎসবে রুক্মিণী

বাবা-মেয়ের সম্পর্কের গল্প অর্ণব মিদ্যার 'হাঁটি হাঁটি পা পা'। মুক্তির আগে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) অর্থাৎ...

ফুটবলারদের স্বার্থেই হস্তক্ষেপ! আইএসএলের জট কাটাতে ২ সপ্তাহ সময় চাইল কেন্দ্র

শুক্রবার ভারতীয় ফুটবলপ্রেমীদের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। আইএসএল(ISL) সংক্রান্ত মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। আইএসএল (ISL) আয়োজনে...

মহুয়ার বিরুদ্ধে লোকপালের চার্জশিট-নির্দেশে স্থগিতাদেশ দিল না দিল্লি হাই কোর্ট, রায়দান স্থগিত

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইকে (CBI) চার্জশিট দেওয়ায় লোকপালের নির্দেশে স্থগিতাদেশ দিল না দিল্লি হাই কোর্ট (Delhi...

পাকিস্তানের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ! মৃত ১৫

পাকিস্তানের( Pakistan) পঞ্জাব প্রদেশের ফয়জলাবাদ জেলার মালিকপুর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার রাসায়নিক কারখানায় গ্যাস লিক করে মৃত্যু হয়েছে...
Exit mobile version