Sunday, November 9, 2025

লকডাউনের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ থামাতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ। হুগলির হরিপাল কলেজের সামনে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সংঘর্ষ থামাতে গিয়ে এক পুলিশ কর্মী ইটের আঘাতে আহত হন। অভিযোগ, হামলার জেরে আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সরকারের হাতের আঙুল ভেঙে গিয়েছে। বিজেপির এককর্মীও আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

তৃণমূলের অভিযোগ, বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের নেতৃত্বর এলাকায় হামলা চালায় বিজেপি।তাতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান-সহ আহত হন বেশ কয়েক জন তৃণমূল কর্মী।
আশুতোষ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান সুমিত সরকারের অভিযোগ পারিবারিক একটি গন্ডগোলকে কেন্দ্র করে আরামবাগের বিজেপি নেতা বিমান ঘোষের নেতৃত্বে হরিপাল এলাকার পার্টি অফিস ভাঙচুর চালানো হয়। পাশাপাশি, এলাকার সাধরণ মানুষের উপর হামলা চালানো হয়। যদিও বিজেপি বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন জেলা সভাপতি বিমান ঘোষ। তাঁর পাল্টা অভিযোগ, ওই এলাকায় বিজেপির এক কর্মীকে বেশ কয়েক দিন ধরে নির্যাতন করা হচ্ছিল। এলকার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে উল্টে তাঁদের উপর হামলা চালানো হয়। এমনকী থানার সামনেই বিজেপি কর্মীদের ইট ছুড়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version