করোনা আবহেই শ্রীলঙ্কার ক্রিকেট দলের ক্যাম্প শুরু

বিশ্বজুড়ে বাড়ছে করোনা আতঙ্ক। কিছুতেই বাগে আনা যাচ্ছে না মারণ ভাইরাসকে। এই আবহেই অনুশীলনে ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। রবিবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একথা স্পষ্ট করেছে। ১৩ জন ক্রিকেটারকে নিয়ে কলম্বো ক্রিকেট ক্লাবে হবে ১২ দিনের এই আবাসিক শিবির।

বোর্ড বিবৃতিতে উল্লেখ করেছে, “ তিন ফরম্যাটেই থাকা ১৩ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে। এক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বোলারদের উপরে। কারণ, প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরে মানিয়ে নেওয়ার জন্য বোলারদেরই বেশি সময় লাগবে।” বোর্ড ঠিক করেছে কোচ ও সাপোর্ট স্টাফ সহ ট্রেনিংয়ের দায়িত্বে থাকবেন চার জন। সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনের আয়োজন করা হয়েছে বলে বোর্ড জানিয়েছেন।

 

করোনাভাইরাস আক্রমণ শুরু হতেই আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে শ্রীলঙ্কায়। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ বাতিল। জুলাইয়ে ভারতের মুখোমুখি হওয়ার কথা দ্বীপরাষ্ট্রের। তবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কিন্তু তাও তৈরি হয়ে থাকতে চাইছে শ্রীলঙ্কা। তাই সোমবার থেকেই শুরু হচ্ছে অনুশীলন।

Previous articleআনন্দবাজারের সম্পাদক হচ্ছেন ঈশানী দত্তরায়
Next article১৬৫ বছর আগে আজকের দিনেই খুলেছিলো দক্ষিণেশ্বর মন্দিরের দরজা