বন্ধ হতে চলেছে ‘দিল্লি আজতক’ নিউজ চ্যানেল। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এ মাসের ৩০ তারিখ রাত বারোটার পর থেকে চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে হিন্দি নিউজ চ্যানেল হিসেবে প্রতিষ্ঠা ‘দিল্লি আজতক’। ইন্ডিয়া টুডে গ্রুপের অধীনে থাকা চ্যানেলটিকে ৩০ মে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে, কর্তৃপক্ষ সেটি ৩০ জুন থেকে বন্ধ করে দিতে চলেছে।
এবার কী হবে কর্মীদের? সূত্রের খবর, এই একমাস ধরে চলবে ছাঁটাই পর্ব। বেশিরভাগ কর্মীর হাতেই ‘গুডবাই লেটার’ ধরাচ্ছে ইন্ডিয়া টুডে গ্রুপ। আর কয়েকজনকে ‘আজতাক’ চ্যানেলে বদলি করে দেওয়া হচ্ছে। তবে এই প্রথম নয়, লকডাউনের শুরু থেকেই দিল্লিতে একের পর এক সংবাদমাধ্যমে ঝাঁপ বন্ধ করছে। কেন্দ্রের তরফ থেকে যতই সংস্থা বন্ধ না করার বা কর্মীদের বেতন দেওয়ার আবেদন করা হোক না কেন বেশকিছু সংবাদমাধ্যমে সে কোথায় কর্ণপাত করছে না। বিশেষ করে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ক্ষেত্রে এই প্রবণতা প্রবল।
