করোনা মহামারি রুখতে ভারত সফল হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, করোনাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে ভারত। বর্তমান বিশ্ব পরিস্থিতি র দিকে তাকালেই এটা স্পষ্ট হবে। স্বাস্থ্য পরিষেবাকে এই সংকট মোকাবিলায় উপযুক্ত করে তোলার পরেই আনলক-1 শুরু হয়েছে। মোদি সরকারের পদক্ষেপ সঠিক ও সময়োচিত।
