Tuesday, May 20, 2025

বেতন দিলে তবেই মিলবে নোটস! শিক্ষকের হুঁশিয়ারিতে সমালোচনা সোশ্যাল মিডিয়ায়

Date:

লকডাউনের জেরে প্রায় তিন মাস বন্ধ স্কুল। অনলাইনে ক্লাস করাচ্ছে বিভিন্ন স্কুল। সেই একই পদ্ধতি অবলম্বন করছেন গৃহশিক্ষকরা। করোনা আবহে অনেকেই বিনা বেতনে পড়াচ্ছেন। এবার ছাত্র-ছাত্রীদের বকেয়া বেতন দেওয়ার হুঁশিয়ারি দিলেন কাটোয়ার এক শিক্ষক। হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিলেন বকেয়া বেতন না দিলে আর কোনও নোটস মিলবে না।

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের কাশীরামদাস ইনস্টিটিউশনের বাংলার শিক্ষক বিশ্বজিৎ নস্কর। হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করে ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস শুরু করেন তিনি। ওই গ্রুপে একটি ‘বিজ্ঞপ্তি’ জারি করে শিক্ষক জানান, ”গ্রুপের প্রত্যেককে বলছি, এপ্রিল-মে মাসের ফি জুনের প্রথম সপ্তাহে পৌঁছে দিতে হবে। তারপরেই নতুন নোট পাঠানো ও অ্যাপের মাধ্যমে পড়ানো শুরু করব।” কবে বেতন ছাত্র-ছাত্রীরা দিতে যাবে তার দিনক্ষণও জানিয়েছেন ওই শিক্ষক। যেসব ছাত্রছাত্রী বেতন বকেয়া রয়েছে তাদের নাম উল্লেখ করেছেন বিশ্বজিৎ নস্কর।

সরকারি স্কুলের শিক্ষক হওয়ার পর কেউ গৃহ শিক্ষকতা করতে পারেন কিনা তা নিয়ে বিতর্ক আছে। তাঁর উপর ওই শিক্ষকের এমন নির্দেশিকা ঘিরে নতুন করে জলঘোলা হচ্ছে। শিক্ষকের এহেন আচরণে সমালোচনা ঝড় বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই আচরণের তীব্র নিন্দা করছেন শিক্ষক মহলের একাংশ। ওই গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয়েছে ফেসবুকে। কাশীরামদাস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কমলকান্তি দাস বলেন, ”সরকারি স্কুলের শিক্ষকরা টাকার বিনিময়ে পড়াতে পারেন না। গোটা ঘটনা আমি শুনেছি। অভিযোগ পেলে খতিয়ে দেখব।” যদিও নিজের এই কাজের জন্য সাফাই গেয়েছেন বিশ্বজিৎ নস্কর। তাঁর বক্তব্য, ” অভিভাবকরা জানিয়েছিলেন তাঁরা আমার বাড়িতে টিউশন ফি পৌঁছে দিতে চান। তাই গ্রুপে পোস্ট করেছিলাম কীভাবে পৌঁছে দিতে হবে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।”

Related articles

আজ ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুপ্রিম শুনানি

বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি, আজ সুপ্রিম সিদ্ধান্তের দিকে তাকিয়ে গোটা দেশ। কেন্দ্রীয় সরকার সংসদের...

উত্তর নিয়ে আরও প্রস্তাব নেতা-মন্ত্রীদের! মুখ্যমন্ত্রীর হাত ধরে এগিয়ে বাংলার শিল্প

উত্তরে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী একাধিক শিল্প সম্ভাবনার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। সোমবার শিল্প সম্মেলনে...

স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে কড়া বার্তা! কেন্দ্রের টোল ট্যাক্স নিয়ে তীব্র অসন্তোষ মুখ্যমন্ত্রীর

প্রিয় নেত্রীকে সামনে পেয়ে যা অভাব অভিযোগ ছিল সব কিছু তাঁকে জানিয়েছেন শিল্পপতিরা। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের...

শিল্পের নয়া দিগন্ত উত্তরে! প্রাপ্য টাকা না দেওয়ায় ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী বিভিন্ন উদ্যোগে বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। এসেছে বিনিয়োগের জোয়ার। সোমবার শিলিগুড়িতে...
Exit mobile version