‘উত্তর কলকাতা উদয়ের পথে’-র উদ্যোগে সোমবার দক্ষিণ ২৪ পরগনার আমফান বিধ্বস্ত কুলতলির মইপিঠ, ভুবনেশ্বরী, নগেনবাদ এলাকায় বিপন্ন ৫০০ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে৷ উপস্থিত ছিলেন লিভার ফাউন্ডেশনের ডা: অভিজিৎ চৌধুরি, বারুইপুরে মহকুমা শাসক দেবারতি সরকার, কুলতলির বিডিও বিপ্রতীম বসাক৷
