ভারত-চিন প্রসঙ্গে কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?

ক্রমশ জটিল হচ্ছে ভারত চিন সম্পর্ক। পূর্ব লাদাখ সীমান্তে নতুন করে প্রস্তুত হচ্ছে চিন। কীভাবে কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতি মোকাবিলা করবে সে বিষয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারত-চিন নিয়ে গত কয়েকদিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, অমিত শাহ, অজিত ডোভাল। সংবাদমাধ্যমে এক অনুষ্ঠানে তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট কী বলেছেন সে সম্পর্কে আমি কোনও মন্তব্য করব না। তবে আন্তর্জাতিক সীমান্ত সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। তাঁর নেতৃত্বে সবাই সুরক্ষিত আছেন।” কূটনৈতিক ও সামরিক স্তরে ভারত ও চিনের মধ্যে আলোচনা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Previous articleকরোনা : বাংলার পল্লবীর সুরে গাইলেন জালোটা
Next articleআনলক ফেজ ১-এর প্রথমদিনই কেন্দ্রের ক্যাবিনেট বৈঠক