Wednesday, August 27, 2025

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদের দায়িত্ব গ্রহণ রাজ্যের মনোনীত অধ্যাপকের

Date:

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নিয়োগ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড়। সেই সিদ্ধান্তকে খারিজ করল রাজ্য সরকার। বিতর্কের আবহে সংশ্লিষ্ট পদে নিয়োগ করল নবান্ন। মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয় সহ উপাচার্য হিসেবে কাজ শুরু করলেন ডঃ আশিস কুমার পানিগ্রাহী।

সোমবার নির্দেশিকা জারি করে প্রাণীবিদ্যার অধ্যাপক গৌতম চন্দ্রকে সহ উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড়। এই নির্দেশিকা ঘিরে তৈরি হয় রাজ্য রাজ্যপাল সংঘাত। মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, রাজ্যপালের এই সিদ্ধান্ত মানবে না রাজ্য সরকার।

এই কথা অনুযায়ী, রাজ্য উচ্চ শিক্ষা দফতর মনোনীত কল্যাণী বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যার প্রধান ডঃ আশিস কুমার পানিগ্রাহী এই বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের দায়িত্বভার নিলেন। যদিও রাজ্য রাজ্যপাল সংঘাতের বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি। একইভাবে বিষয়টি এড়িয়ে যান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা। তাঁর কথায়, “সহ-উপাচার্য হিসাবে ড: আশিস কুমার পানিগ্রাহী কাজ শুরু করেছেন। ব্যাস এটুকুই। ”

প্রসঙ্গত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদ গত কয়েক মাস ধরেই খালি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, রাজ্য সরকার বা উচ্চ শিক্ষা দফতর নাম পাঠায় রাজভবনে। সেই প্রস্তাবে সিলমোহর দেন রাজ্যপাল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, এক্ষেত্রে নাম পাঠানো হলেও তা খারিজ করে দেয় রাজভবন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version