Tuesday, January 27, 2026

বিনামূল্যে মুসুর, মুগ ডাল দেবে রাজ্য সরকার

Date:

Share post:

রেশনে চাল, গমের সঙ্গে এবার বিনামূল্যে মিলবে ডাল । করোনার কারণে দীর্ঘদিন লকডাউন। বহু মানুষ কাজ হারিয়েছেন। বহু মানুষের অন্নসংস্থান করার মত অবস্থাটুকুও নেই। তাদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার বিনামূল্যে রেশনের সুবিধা চালু করেছে।

চলতি বছর মার্চ মাসের তৃতীয় সপ্তাহতেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যের সকল মানুষকে আগামী ছয় মাস বিনামূল্যে রেশনের সুবিধা দেওয়া হবে। এরপর থেকেই রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার্থে রেশনে বিনামূল্যে চাল, গম দিতে শুরু করে। এবার চাল, গমের সঙ্গে ডালও পাওয়া যাবে রেশনে। কবে থেকে পাওয়া যাবে ডাল? জুন, জুলাই আগস্ট মাস থেকে ডাল পাওয়া যাবে । প্রতি পরিবারপিছু এক কেজি করে ডাল দেওয়া হবে। খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে এই সুবিধা প্রদান করা হবে পশ্চিমবঙ্গের মানুষকে।

কারা পাবেন এই সুবিধা?
পশ্চিমবঙ্গের সকল মানুষ যেমন বিনামূল্যে চাল-গমের সুবিধা পেয়েছেন, সেক্ষেত্রে বিনামূল্যে ডালের সুবিধা সকল শ্রেণীর মানুষ পাবেন না। পিএইচএইচ এবং এসপিএইচএইচ এবং এএওয়াই কার্ড যাদের আছে তারাই খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন।

চলতি মাসের ১৬ থেকে ৩০ শে জুন রেশনে ডাল পাওয়া যাবে।জুলাই-আগস্ট মাসে মুগ ডাল পাওয়া যাবে। জুলাই মাসের ১৫ই জুলাই থেকে শেষদিন ও আগস্ট মাসের ১৬ই আগস্ট থেকে শেষ দিন অবধি রেশনে গেলে এই সুবিধা পাওয়া যাবে। পরিবার পিছু ১ কেজি করে দেওয়া হবে এই ডাল।

খাদ্য সরবরাহ দফতর জানিয়েছে, কেউ যদি মাসের দ্বিতীয়ার্ধে রেশন তুলতে চান তাহলে তারা সমগ্র সুবিধাটি পাবেন । একইসঙ্গে বলা হয়েছে যাঁদের অন্নপূর্ণা অন্ত্যোদয় প্রকল্পের কার্ড রয়েছে তারা ১৩.৫০ টাকা কেজি দরে চিনি পাবেন।

spot_img

Related articles

দেশের শিশুদের মার্কিন ও চিনা প্রভাবমুক্ত রাখা: ফ্রান্সে কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান

অস্ট্রেলিয়া পেরেছিল। নিউজিল্যান্ড এখনও প্রক্রিয়া চালাচ্ছে। এর মধ্যেই ইউরোপের প্রথম দেশ হিসাবে ১৫ বছরের কম কিশোরদের জন্য় সোশ্যাল...

তুষারপাতে বিপর্যস্ত হিমাচল! বন্ধ বারোশো রাস্তা, পর্যটকদের ভিড় সামলাতে হিমশিম পুলিশ 

ক্যালেন্ডার বলছে জানুয়ারি শেষ হতে চলল, কিন্তু পাহাড়ের মেজাজ বলছে শীতের দাপট সবে শুরু। মঙ্গলবার সকাল থেকেই ভারী...

বিরাট-রোহিতের পর অবসরের পথে রাহুলও, দিলেন বড় ইঙ্গিত

বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট ও টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। এবার ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত ভারতীয়...

বিয়ের দিনে SIR শুনানিতে ডাক! বরযাত্রী নিয়ে হেয়ারিং সেন্টারে হাজির বর

বিয়ের দিনেই এসআইআরের হেয়ারিং-এর (SIR hearing date) তারিখ। ফলে বিয়ের পোশাক পরেই শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়াতে হল বরকে।...