Tuesday, January 27, 2026

বিনামূল্যে মুসুর, মুগ ডাল দেবে রাজ্য সরকার

Date:

Share post:

রেশনে চাল, গমের সঙ্গে এবার বিনামূল্যে মিলবে ডাল । করোনার কারণে দীর্ঘদিন লকডাউন। বহু মানুষ কাজ হারিয়েছেন। বহু মানুষের অন্নসংস্থান করার মত অবস্থাটুকুও নেই। তাদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার বিনামূল্যে রেশনের সুবিধা চালু করেছে।

চলতি বছর মার্চ মাসের তৃতীয় সপ্তাহতেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যের সকল মানুষকে আগামী ছয় মাস বিনামূল্যে রেশনের সুবিধা দেওয়া হবে। এরপর থেকেই রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার্থে রেশনে বিনামূল্যে চাল, গম দিতে শুরু করে। এবার চাল, গমের সঙ্গে ডালও পাওয়া যাবে রেশনে। কবে থেকে পাওয়া যাবে ডাল? জুন, জুলাই আগস্ট মাস থেকে ডাল পাওয়া যাবে । প্রতি পরিবারপিছু এক কেজি করে ডাল দেওয়া হবে। খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে এই সুবিধা প্রদান করা হবে পশ্চিমবঙ্গের মানুষকে।

কারা পাবেন এই সুবিধা?
পশ্চিমবঙ্গের সকল মানুষ যেমন বিনামূল্যে চাল-গমের সুবিধা পেয়েছেন, সেক্ষেত্রে বিনামূল্যে ডালের সুবিধা সকল শ্রেণীর মানুষ পাবেন না। পিএইচএইচ এবং এসপিএইচএইচ এবং এএওয়াই কার্ড যাদের আছে তারাই খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন।

চলতি মাসের ১৬ থেকে ৩০ শে জুন রেশনে ডাল পাওয়া যাবে।জুলাই-আগস্ট মাসে মুগ ডাল পাওয়া যাবে। জুলাই মাসের ১৫ই জুলাই থেকে শেষদিন ও আগস্ট মাসের ১৬ই আগস্ট থেকে শেষ দিন অবধি রেশনে গেলে এই সুবিধা পাওয়া যাবে। পরিবার পিছু ১ কেজি করে দেওয়া হবে এই ডাল।

খাদ্য সরবরাহ দফতর জানিয়েছে, কেউ যদি মাসের দ্বিতীয়ার্ধে রেশন তুলতে চান তাহলে তারা সমগ্র সুবিধাটি পাবেন । একইসঙ্গে বলা হয়েছে যাঁদের অন্নপূর্ণা অন্ত্যোদয় প্রকল্পের কার্ড রয়েছে তারা ১৩.৫০ টাকা কেজি দরে চিনি পাবেন।

spot_img

Related articles

রামকৃষ্ণ থেকে উত্তম-সত্যজিৎ: প্রথম ভাষণে বাঙালিদের নাম বলে বঙ্গপ্রেমী প্রমাণের চেষ্টা নীতীনের

বাংলা বললে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। বাংলায় সেই বিজেপিই মেলা করে বাঙালি সংস্কৃতির প্রচার করার...

পাকিস্তান-আফগানিস্তানে তুষারঝড়! মৃত ২০, আটকে হাজার হাজার পর্যটক

ঘরের দোরগোড়ায় যখন তুষারপাত আর হাড়কাঁপানো ঠান্ডার দাপট, তখন সীমানা পেরিয়ে দুই প্রতিবেশী রাষ্ট্রে প্রকৃতি আরও বেশি রুদ্রমূপ...

আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সাহায্য রাজ্যের, চলছে পকেট ফায়ার নিয়ন্ত্রণের কাজ

আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে (Anandapur Massive Fire incident) মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল...

T20 WC: লিটনরা না এলেও ভারতে আসবেন বাংলাদেশের প্রতিনিধিরা, অপ্রস্তুত স্কটল্যান্ড

টি২০ বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ, তাদের পরিবর্ত দল হিসাবে স্কটল্যান্ডের নামও ঘোষণা করে দিয়েছে আইসিসি। বাংলাদেশ দল ভারতে...