Friday, July 4, 2025

একের  পর এক পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন অভিনেতা সোনু সুদ।ওই শ্রমিকদের তো বটেই, সারা দেশের নানা প্রান্তে লকডাউনে আটকে পড়া একের পর এক শ্রমিককে কোনও না কোনও ভাবে বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি। কখনও বাস বুক করে, কখনও বা ফ্লাইটের টিকিট কেটে দিয়ে, সক্কলকে ফিরিয়ে দিয়েছেন গন্তব্যে।

সম্প্রতি সোনু সুদ নিজের টুইটারে একটি ফোন নম্বর দিয়ে লেখেন, যে সমস্ত শ্রমিকরা বাড়ি ফিরতে চান, তাঁরা চাইলে নির্দিষ্ট ওই নম্বরে ফোন করতে পারেন। অভিনেত আরও লেখেন, কতজন শ্রমিক রয়েছেন, কোথায় যেতে চান জানালে তাঁর টিমের সদস্যরা বাড়ি পৌঁছে দেবেন।

পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েই ক্ষান্ত থাকছেন না, সকলের টুইটের জবাবও দিচ্ছেন সোনু সুদ। সমস্ত টুইটেই যে সাহায্যের আবেদন আসছে, তেমনটা তো নয়! আসছে প্রশংসা। তার পাশাপাশি কিছু টুইট মজা করেও করছেন অনেকে। আর সে সবের বুদ্ধিদীপ্ত উত্তরেও সুন্দর মনের পরিচয় দিচ্ছেন সোনু। এক মহিলা আবার সোনুকে টুইট করেছেন, ”লকডাউনে আর বন্দি থাকতে পারছি না স্বামীর সঙ্গে। বাপের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন আমায়, নয় স্বামীকে তার বাড়ি পৌঁছে দিন।” উত্তরে সোনু লিখেছেন, ”আমার কাছে এর থেকেও ভাল একটা সমাধান আছে। আমি দু’জনকে একসঙ্গে গোয়া পাঠিয়ে দিচ্ছি।

 

আবার দিন কয়েক আগেই ছোট্ট একটি শিশু তাঁর বাবার হয়ে সোনুকে প্রশ্ন করেছেন, ”সোনু আঙ্কেল, শুনেছি আপনি সকলকে বাড়ি পৌঁছে দিচ্ছেন। তাই পাপা জিজ্ঞেস করছেন, মা কে দিদার বাড়ি পাঠাতে পারবেন কি?” মজা করে বানানো এই ভিডিও দেখে সোনুও মজা করেই লিখেছেন, ”খুব কঠিন কাজ। তবু চেষ্টা করব।”

তবে সবচেয়ে চমকপ্রদ আর্জিটি করেন আর এক ব্যক্তি। তিনি লেখেন, ”আমি বাড়িতে আটকে আছি, আমাকে মদের ঠেকে পৌঁছে দিন।” জবাবে সোনু লেখেন, ”ঠেক থেকে বাড়িতে পৌঁছে দিতে পারি।”

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version