Wednesday, August 27, 2025

রাহুল দুবে। ওয়াশিংটন ডি.সি নিবাসী ভারতীয় – মার্কিনী। ইনি একটি অসমসাহসিক কান্ড ঘটিয়ে ফেলেছেন। গত রাত্রে রাহুলদের আবাসনের কাছে বেশ কিছু নিরস্ত্র আন্দোলনকারীকে ঘিরে ফেলে মারমুখী পুলিশ। পুলিশের উদ্দেশ্য ছিল প্রথমে আন্দোলন কারীদের ঘিরে ফেলে এবং তারপর আবাসন চত্বরের বদ্ধ জায়গায় ঢুকিয়ে তাদের ওপর লাঠি অথবা গুলি চালানো। সেই মতন পুলিশ আন্দোলনকারীদের ঘেরাও করে, টিয়ার শেল ছুঁড়ে রাহুলদের আবাসন চত্বরে তাদের ঢুকিয়ে দিয়েছিল। এরপরই ঘটলো সেই কান্ডটা।

টিয়ার শেল বৃষ্টির মধ্যেই রাহুল তার বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকিয়ে নেন অবরুদ্ধ ৭০ জন আন্দোলনকারীকে। রাহুলের দেখাদেখি আবাসনের অন্যান্য বাসিন্দারাও সাহাস পেয়ে আশ্রয় দেন বাকি আন্দোলনকারীদের। এরপর টানা আট ঘন্টা পুলিশের হুমকি, দরজা ভাঙার চেষ্টা, আবাসন লক্ষ্য করে টিয়ার শেল ফায়ার উপেক্ষা করে রাহুলরা আন্দোলনকারীদের আগলে রাখেন। তাদের খাদ্য, পানীয়, ফার্স্ট এডের ব্যবস্থা করেন। সব মিলিয়ে প্রায় শ’খানেক আন্দোলনকারীকে আশ্রয় দিয়েছিলেন তারা। আট ঘন্টা পর পুলিশ সরে গেলে আন্দোলনকারীদের নিরাপদে আবাসনের বাইরে চলে যেতেও সাহায্য করেন রাহুলরা।

তারপর ঘটনা জানাজানি হতে স্বাভাবিক ভাবেই মিডিয়ার আগমন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল জানিয়েছেন তিনি চান তার ১৩ বছরের ছেলেও যেন বড় এই আন্দোলনকারীদের মতনই হয়। এমন মানুষদের প্রয়োজন রয়েছে তার দেশের।

কয়েক মাস আগের এনআরসি সিএএ বিরোধী আন্দোলনের সাথে কী মিল না ঘটনাটার? শাহিনবাগ চত্বরে পুলিশ বা বিজেপির গুন্ডাদের হামলার সম্ভাবনা রুখতে ঠিক এভাবেই তো আন্দোলনকারীদের আগলে রেখেছিলেন এদেশের বেশ কিছু মানুষ। রাত জেগে পাহারা দিয়েছিলেন। অভুক্ত আন্দোলনকারীদের খাবার দিয়েছিলেন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version