Saturday, November 15, 2025

রাহুল দুবে। ওয়াশিংটন ডি.সি নিবাসী ভারতীয় – মার্কিনী। ইনি একটি অসমসাহসিক কান্ড ঘটিয়ে ফেলেছেন। গত রাত্রে রাহুলদের আবাসনের কাছে বেশ কিছু নিরস্ত্র আন্দোলনকারীকে ঘিরে ফেলে মারমুখী পুলিশ। পুলিশের উদ্দেশ্য ছিল প্রথমে আন্দোলন কারীদের ঘিরে ফেলে এবং তারপর আবাসন চত্বরের বদ্ধ জায়গায় ঢুকিয়ে তাদের ওপর লাঠি অথবা গুলি চালানো। সেই মতন পুলিশ আন্দোলনকারীদের ঘেরাও করে, টিয়ার শেল ছুঁড়ে রাহুলদের আবাসন চত্বরে তাদের ঢুকিয়ে দিয়েছিল। এরপরই ঘটলো সেই কান্ডটা।

টিয়ার শেল বৃষ্টির মধ্যেই রাহুল তার বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকিয়ে নেন অবরুদ্ধ ৭০ জন আন্দোলনকারীকে। রাহুলের দেখাদেখি আবাসনের অন্যান্য বাসিন্দারাও সাহাস পেয়ে আশ্রয় দেন বাকি আন্দোলনকারীদের। এরপর টানা আট ঘন্টা পুলিশের হুমকি, দরজা ভাঙার চেষ্টা, আবাসন লক্ষ্য করে টিয়ার শেল ফায়ার উপেক্ষা করে রাহুলরা আন্দোলনকারীদের আগলে রাখেন। তাদের খাদ্য, পানীয়, ফার্স্ট এডের ব্যবস্থা করেন। সব মিলিয়ে প্রায় শ’খানেক আন্দোলনকারীকে আশ্রয় দিয়েছিলেন তারা। আট ঘন্টা পর পুলিশ সরে গেলে আন্দোলনকারীদের নিরাপদে আবাসনের বাইরে চলে যেতেও সাহায্য করেন রাহুলরা।

তারপর ঘটনা জানাজানি হতে স্বাভাবিক ভাবেই মিডিয়ার আগমন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল জানিয়েছেন তিনি চান তার ১৩ বছরের ছেলেও যেন বড় এই আন্দোলনকারীদের মতনই হয়। এমন মানুষদের প্রয়োজন রয়েছে তার দেশের।

কয়েক মাস আগের এনআরসি সিএএ বিরোধী আন্দোলনের সাথে কী মিল না ঘটনাটার? শাহিনবাগ চত্বরে পুলিশ বা বিজেপির গুন্ডাদের হামলার সম্ভাবনা রুখতে ঠিক এভাবেই তো আন্দোলনকারীদের আগলে রেখেছিলেন এদেশের বেশ কিছু মানুষ। রাত জেগে পাহারা দিয়েছিলেন। অভুক্ত আন্দোলনকারীদের খাবার দিয়েছিলেন।

Related articles

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের।...
Exit mobile version