আক্রমণ করার ক্ষমতা কমছে করোনাভাইরাসের!

নতুন করোনাভাইরাস শক্তি হারাচ্ছে। আক্রমণ করার ক্ষমতাও কমছে মারণ ভাইরাসের। রবিবার এই তথ্য দেন ইতালির এক চিকিৎসক। সান রাফেল হাসপাতালের চিকিৎসক অ্যালব্যার্টো জ্যাংরিলো বলেন, চিকিৎসার পরে অস্তিত্ব হারাচ্ছে করোনাভাইরাস।

গত ১০ দিন ধরে করোনা আক্রান্তদের লালারস পরীক্ষা করে দেখা গিয়েছে, জীবাণুর চরিত্র আগের তুলনায় অনেক আলাদা। এক – দুমাস আগে ভাইরাসের চরিত্র অনেক বেশি ভয়ঙ্কর ছিল বলে জানান ওই চিকিৎসক। ২১ ফেব্রুয়ারি প্রথম করোনা আক্রান্তের ইতালিতে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে প্রায় ৩৪ হাজার মানুষের। দেশজুড়ে লকডাউনের ফলে আক্রান্ত ও মৃতের সংখ্যা মে মাসে হ্রাস পেয়েছে বলে মত বিশেষজ্ঞদের। জ্যাংরিলো বলেন বিশেষজ্ঞরা ভাইরাসের দ্বিতীয় ধাক্কার কথা উল্লেখ করেছেন। এই বিষয়টি মাথায় রেখে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।

Previous article“পরিযায়ী শ্রমিকদের প্ররোচনা দেওয়া হচ্ছে”, অভিযোগ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর
Next articleউপাচার্য বিতর্ক “বোতলবন্দি”, কঠিন পরিস্থিতিতে রাজ্যের পাশে থেকে কাজ করতে চান ধনকড়