Sunday, November 16, 2025

কলকাতা পুরসভার কাজ চালাবে প্রশাসক বোর্ড’ই, জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট

Date:

সুপ্রিম কোর্টে বড় জয় পেলো নবান্ন৷

কলকাতা পুরসভার কাজ আপাতত চালিয়ে যাবে
বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরই৷ বুধবার এ কথা জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত৷

পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের নিয়োগকে বেআইনি বলে দাবি করে সুপ্রিম কোর্টে মামলা রুজু হয়েছিলো৷

সেই মামলাও এদিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে পুরসভায় প্রশাসক বোর্ড নিয়োগ নিয়ে যে রাজনৈতিক এবং আইনি বিতর্ক শুরু হয়েছিল তাতে আপাতত জয় পেল রাজ্য৷

কলকাতা পুরসভার নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে গত ৭ মে। তার এক দিন আগে, ৬ মে, রাজ্যের পুর দফতর কলকাতা পুরসভা আইন (১৯৮০)-এর ৬৩৪ নম্বর ধারার ভিত্তিতে পুরসভার কাজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর গঠন করার বিজ্ঞপ্তি জারি করে। বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকেই বোর্ডের চেয়ারম্যান ঘোষণা করা হয়। মেয়র পারিষদদের সদস্য করা হয় ওই বোর্ডে। এই বোর্ডের নিয়োগ নিয়ে প্রথম দিন থেকেই প্রশ্ন তোলে বিজেপি, সিপিএম-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। শরদ কুমার সিংহ নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে মামলা করেন৷ হাইকোর্ট বোর্ডকে আইনি বৈধতা দেয়৷ মামলা যায় সুপ্রিম কোর্টে। বুধবার সেই মামলারই শুনানি ছিল শীর্ষ আদালতের তিন বিচারপতি এম খানউইলকর, দিনেশ মাহেশ্বরী এবং সঞ্জীব খন্নাকে নিয়ে গঠিত বেঞ্চে। রাজ্য সরকারের তরফে সওয়াল করেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি। আবেদনকারীর পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শ্যাম দিওয়ান। ভিডিও কনফারেন্সিংয়ে হওয়া এই মামলার শুনানির পর শীর্ষ আদালত এই সংকটকালে পুর পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই প্রশাসক-বোর্ডের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে নেন। এবং আবেদনকারীর মামলা খারিজ করে দেন৷

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version