দেশের নাম বদলে এবার কি ইন্ডিয়া থেকে শুধু হবে ভারত! তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে। এই নিয়ে দেশের শীর্ষ আদালতে একটি মামলা দায়ের হয়েছে। দেশের দুটো নামের বদলে একটি করতে হবে। সেক্ষেত্রে ভারত বা হিন্দুস্তান প্রাধান্য পাক। সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি আজ হবে । মামলার আবেদনে দাবি করা হয়েছে, একটাই নাম দেশের মানুষের মধ্যে জাতীয়তাবোধ বাড়াবে। এমনকী ভারতীয় হিসাবে গর্ববোধ হবে দেশবাসীর। আর তাই কেন্দ্রের কাছে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট।
দিল্লির ওই বাসিন্দা দাবি করেছেন ইন্ডিয়া নামের মধ্যে ব্রিটিশদের প্রতি ভারতের দাসত্বের কথা মনে করিয়ে দেয়। এতে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হয়।
১৯৪৮ সালের গণপরিষদ বিতর্কের কথা তোলা হয়েছে মামলার আবেদনে। বলা হয়েছে, সেই সময়েই ভারত বা হিন্দুস্তান নামকরণের দাবি উঠেছিল।