মোদি সরকারকে ধোকাবাজ বলে তোপ দাগলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রতর অভিযোগ, দেশকে শেষ করতে চাইছে কেন্দ্র। করোনা সংক্রমণ এবং লকডাউনকে হাতিয়ার করে দেশের জিনিস বিক্রি করে যাচ্ছে। পাশাপাশি, বিজেপিকে মিথ্যেবাদী আখ্যা দিয়েছেন জেলা সভাপতি।

এদিন সাংবাদিক বৈঠকে পরিযায়ী শ্রমিকদের আশ্বাস দিয়েছেন অনুব্রত। তিনি বলেন, যারা বাইরে থেকে আসছেন তাঁদের কোনও চিন্তা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে আছেন। পরিচয় শ্রমিকদের সব রকম সমস্যায় পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন অনুব্রত নিজেও। অনুব্রত মণ্ডল বলেন, পরিযায়ীদের কাজে লাগানোর মঙ্গলকোট, আউশগ্রামের ব্লক সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি ফেরার সময় যদি তাঁদের কাছে খাবার না থাকে তাহলে খাবারের ব্যবস্থা করা হবে।