Sunday, August 24, 2025

বাস-অটোর কর্মীরা সন্ত্রস্ত করোনার সংক্রমণ নিয়ে, অপ্রতুল পরিবহনে যাত্রীও হাতেগোনা

Date:

চন্দন বন্দ্যোপাধ্যায়

ব্যারাকপুর থেকে ডানলপ। বুধবার চিত্রটা বদলেছে। তবে এমন ভাবার কোনও কারণ নেই যে রাস্তায় পর্যাপ্ত বেসরকারি বাসের দেখা মিলছে । গত তিনদিন বিভিন্ন জায়গায় বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। সেই দুর্ভোগের সাক্ষী ছিল এখন বিশ্ব বাংলা সংবাদ। আজ যাত্রীরা সেভাবে পথে বের হননি। কারণ একটাই, সবাই যাচাই করে নিতে চাইছেন বাস্তব পরিস্থিতি । যার নিট ফল, বিভিন্ন রুটের যে বাসগুলি পথে দেখা গিয়েছে সেগুলিতে যাত্রী সংখ্যাও নেহাতই কম। লেকটাউন-ধর্মতলা রুটে বাড়ানো হয়েছে বাসের সংখ্যা।
সরকারি আশ্বাসে পুরনো ভাড়াতেই পথে নামছে বেসরকারি বাস , মিনিবাস। ‘আনলক-১’ এর তৃতীয় দিনেই কিছুটা সুর নরম করেছে বেসরকারি বাস মালিক সংগঠন।
কিন্তু সংগঠনের অলিখিত নির্দেশে বাসের কন্ডাক্টরের কোনও কোনও রুটে যাত্রীদের কাছে সামান্য বেশি ভাড়া চাইছেন । অধিকাংশ যাত্রীই নূন্যতম ১০ টাকা ভাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন ২৩৪ এবং ২৩৪/১ রুটের কন্ডাক্টররা। একই পরিস্থিতি শহরের অন্যান্য রুটেও। পথে দেখা মিলেছে অল্প সংখ্যক ২৩০,৭৮, ২১৪-এ, মিনিবাসের।
এরই পাশাপাশি অটো চালকদের আসন সংখ্যা অনুযায়ী যাত্রী নেওয়ার কথা সরকারি তরফে জানানো হলেও নিরাপত্তার খাতিরে অধিকাংশ অটোচালক দুজনের বেশি যাত্রী তুলছেন না। কোনও কোনও অটোচালক জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের তরফেও কিন্তু তাদের দুজনের বেশি যাত্রী নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি যারা অটো যাত্রী তাদেরও বক্তব্য, যেহেতু অটোতে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করা সম্ভব হচ্ছে না, সেই কারণে তারাও চান সামান্য বেশি ভাড়া হলেও সেই অর্থ ব্যয় করে মাত্র দুজন যাত্রী নিয়ে অটো নিজের গন্তব্যে যাক। সবমিলিয়ে বুধবারের যা চিত্র তাতে সরকারি নির্দেশ পরিবহণ দফতরের ঘোষণা সবকিছুকে কিন্তু পিছনে ফেলে দিয়েছে অটোচালক থেকে বাসচালক এমনকি বাসের কন্ডাক্টর প্রত্যেকের নিরাপত্তার বিষয়টি।
যদিও বাসের কন্ডাক্টররা জানিয়েছেন যে, সরকারি তরফে তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ও হাতের গ্লাভস দেওয়া হয়েছে। তবুও তারা রীতিমতো ভীত সন্ত্রস্ত্র যে শুধুমাত্র এভাবে করোনা সংক্রমণের হাত থেকে নিজেদের বাঁচিয়ে, তারা কতদিন পরিষেবা দিতে পারবেন।

ছবি- দেবস্মিত মুখার্জি

Related articles

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...
Exit mobile version