সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে? ভারতীয় দলের নতুন স্পনসর কারা হবেন? এই এই প্রশ্নই ঘোরাফেরা করছে বিসিসিআইয়ের অন্দরে। শোনা যাচ্ছে আলোচোনায় অনেকগুলি সংস্থার নাম উঠে এসেছে। তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে রিলায়েন্স (Reliance)সংস্থার নাম। ইতিমধ্যে রিলায়েন্স ও আদানি গোষ্ঠী IPL ও WPL এ বিনিয়োগ করেছে। তবে কি এবার ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে?
সময়ের আগেই ড্রিম ইলেভেন সরে যাওয়ায় একদিকে যেমন সংস্থা বিরাট ক্ষতির মুখে পড়ছে, তেমনই বিসিসিআইয়ের ভাবমূর্তি নিয়েও বড়সড় প্রশ্ন উঠেছে। এর আগেও সাহারা বা বাইজুস মাঝ পথে ছেড়ে গিয়েছে। কিন্তু এবার সামনে টুর্নামেন্ট, সেই পরিস্থিতিতে যদি ক্রিকেট দলকে স্পনসরবিহীন জার্সি পড়ে মাঠে নামতে হয় তাহলে আরেক প্রস্থ সম্মানহানির পরিস্থিতি তৈরি হবে। রিলায়েন্সকে বাদ দিয়ে জেরোধা (Zerodha),এঞ্জেল ওয়ান (Angel One), গ্রোয়ের (Grow)মতো সংস্থাও জোর কদমে নেমেছে। এমনকি অটোমোবাইল সেক্টরের নামও শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছেঁড়ে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯ সেপ্টেম্বর, ফাইনাল ২৮ সেপ্টেম্বর ২০২৫। টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ আগামী ১০ সেপ্টেম্বর।
–
–
–
–
–
–
–
–