Friday, November 14, 2025

করোনার কোপ পড়েছে দেশের অর্থনীতিতেও। লকডাউনের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে একাধিক কারখানা। এবার সেই তালিকায় যুক্ত হলো সাইকেল ব্র্যান্ড অ্যাটলাস সাইকেল। সাইকেল উৎপাদন বন্ধ করে দিল সংশ্লিষ্ট সংস্থা। যার জেরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ হারালেন ৭০০ জন কর্মচারী।

বুধবার ছিল বিশ্ব বাইসাইকেল দিবস। এদিনই এক বিবৃতি জারি করে সংস্থা জানায়, আর্থিক অনটনের জেরে উৎপাদন করতে পারছেনা কোম্পানি। ১ জুন থেকে কারখানা খোলা সম্ভব না। তাই সাহিবাবাদের ইউনিটটি বন্ধ করে দেওয়া হলো।
১৯৫১ সালে এই সাইকেল কোম্পানির জন্ম। গত ৬ বছরে কোম্পানি তাদের দুটি ইউনিট বন্ধ করে দিয়েছে। ২০১৪ সালের ডিসেম্বর মাসে মধ্যপ্রদেশের মালানপুর এবং ২০১৮ সালে হরিয়ানার সোনিপতের কারখানা বন্ধ করে দেওয়া হয়।
কিন্তু তার পরেও কোম্পানিটি ভালমতোই বেঁচে ছিল। সাহিবাবাদের ইউনিট বন্ধ করে দেওয়ায় কোম্পানির উৎপাদনে তালা ঝুলল।
অ্যাটলাস কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা পরবর্তী পরিস্থিতি কাঁচামাল কেনার মতো সামর্থ্য নেই। এই অবস্থায় উৎপাদন বন্ধ করা ছাড়া অন্য কোনও রাস্তা দেখতে পারছে না তারা।
সাহিবাবাদের কারখানায় ৪০০ কর্মচারী ছিলেন। পরোক্ষভাবে নির্ভরশীল ছিলেন ৩০০ জন। কারখানা বন্ধ হওয়ার পেটে টান পড়ল তাঁদের।

Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...
Exit mobile version