বেনজির! বাসন্তীতে ত্রাণশিবির অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের

আমফানবিধ্বস্ত বাসন্তী এলাকায় ত্রাণশিবির চালু করল অ্যাডামাস বিশ্ববিদ্যালয় ও শমিত রায় ফাউণ্ডেশন। এলাকার অসহায় মানুষকে খাওয়ানো থেকে প্রাথমিক চিকিৎসা, শিবির চলবে কয়েকদিন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাইসের কর্ণধার শমিত রায় আধুনিক পঠনপাঠনের সঙ্গে সঙ্গে সামাজিক কাজেও জোর দিচ্ছেন। একদিকে এখন অনলাইন ক্লাস ও কর্মশালায় ইতিহাস গড়ছে অ্যাডামাস। তার সঙ্গে এই দুর্যোগের মধ্যে সুন্দরবনে বিপন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছে তারা। প্রত্যন্ত গ্রামে এই শিবির করতে সহযোগিতা করেছেন বিধায়ক শওকত মোল্লা। শমিত রায়ের টিমের কর্মযজ্ঞে গোটা এলাকার বিপুল সংখ্যক মানুষ উপকৃত ও খুশি।

 

Previous articleএকনজরে বাংলার করোনা আপডেট
Next articleপেট্রাপোল সীমান্তে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে বাধা দিচ্ছে তৃণমূল, দাবি রাহুলের