হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে গেল হু!

হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে বিতর্ক এবং বাধানিষেধের বেড়ি অব্যাহত। কিন্তু এর ব্যবহার নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু’র প্রথমবারের ঘোষণা আমূল পাল্টে গেল বুধবারে। দিন দশেক আগে হু জানায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা বিপজ্জনক হবে। ওর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া আছে। বুধবার সেই সিদ্ধান্ত বদলে দিয়ে হু প্রধান ট্রেডর্স অ্যাডানস গেব্রিয়েসাস জানালেন, হাইড্রক্সিক্লোরোকুইন করোনার চিকিৎসায় পুরো দস্তুর ব্যবহার করা যাবে। এই ৩৬০ ডিগ্রি ঘুরে যাওয়ার কারণ ব্যাখ্যা করে ট্রেডর্স জানান, মূলত পার্শ্বপ্রতিক্রিয়ার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয় হয়। কিন্তু সেটা ছিল সতর্কতামুলক। কিন্তু করোনায় মৃত্যুর হার খতিয়ে দেখে আগের সিদ্ধান্ত ও চিকিৎসা পদ্ধতি বজায় রাখছি। হুর সিদ্ধান্ত কার্যত উপেক্ষা করে ভারতে হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার আইসিএমআর চালিয়ে গিয়েছিল। আইসিএমআরের যুক্তি ছিল, ভারতে বহুদিন থেকেই এটির ব্যবহার চলছে। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শুধু খালি পেটে ওষুধটি খাওয়া যাবে না।

Previous articleপেট্রাপোল সীমান্তে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে বাধা দিচ্ছে তৃণমূল, দাবি রাহুলের
Next articleরাজ্য ও রাজ্যপাল একই পথের পথিক! কটাক্ষ সেলিমের