রাজ্য ও রাজ্যপাল একই পথের পথিক! কটাক্ষ সেলিমের

ফের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক নিয়ে কটাক্ষ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তিনি বলেন, “আমাদের রাজ্যপাল মুখ্যমন্ত্রীর এবং রাজ্য সরকারের সম্পর্কে ইতিবাচক মন্তব্য করছেন। এটা খুব স্বাভাবিক। ভাইফোঁটা এবং কালী পুজোর সময় ভাইবোনের সু-সম্পর্ক উথলে ওঠে, তা রাজ্যবাসী সকলেই জানেন। সামনে যতই বিরোধ দেখাক, আসলে রাজ্য সরকার ও রাজ্যপাল একই পথের পথিক।”

এক্ষেত্রে সেলিমের দাবি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নিয়োগে কেন্দ্র এবং রাজ্য একে অপরকে স্বজনপোষণ করতে চাইছে। বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি নিয়ে কোনও কথা বলছে না রাজ্য ও রাজ্যপাল। আবার রাজ্যের শিক্ষামন্ত্রী শাসক দলের ব্যানারের সামনে নিজেকে রেখে পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেন। ঠিক যেভাবে বিজেপি সরকারি কাজে দলীয় প্রতীক ব্যবহার করে ।”

এখানেই শেষ নয়, রাজ্য সরকারকে ছোট করে দেখাতে গিয়ে সেলিম আরও বলেন, “করোনা ভাইরাস মোকাবিলায় সফলভাবে এগিয়ে কেরালা। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিক্ষাবর্ষ শুরু করেছে কেরালা সরকার। কিন্তু পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ।

Previous articleহাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে গেল হু!
Next articleহাতি হত্যাকাণ্ডে অপরাধীদের কঠোর শাস্তির দাবি টাটা ও কেন্দ্রীয় মন্ত্রীর