বাংলার ৩৬ জন শ্রমিককে ঘরে ফেরালেন ঘাটালের সাংসদ

নেপালে কাজ করতে গিয়ে আটকে পড়েছিলেন বাংলার ৩৬ জন শ্রমিক। ঘাটালের তৃণমূল সাংসদ দেবের উদ্যোগে বাড়ি ফিরলেন তাঁরা। এর মধ্যে ৩০ জন ঘাটালের বাসিন্দা। বাকি দু জন হুগলির আরামবাগ এবং চারজন বাঁকুড়ার বাসিন্দা।

নেপালের স্বর্ণ শিল্পের কাজ করতেন ওই পরিযায়ী শ্রমিকরা। কিন্তু বৈধ কাগজ না থাকায় ভারত নেপাল সীমান্তে আটকে পড়েছিলেন তাঁরা। এরপর ঘাটালের সংসদ দেবের শরণাপন্ন হন ওই পরিযায়ী শ্রমিকরা। দার্লিজিংয়ের জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করেন দেব। জানা যায়, সীমান্ত পার করতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি লাগবে।

নিয়ম মেনে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন ঘাটালের সাংসদ। শ্রমিকদের ফেরানোর অনুমতি মেলে। মঙ্গলবার ঘাটাল থেকে একটি বাস রওনা দেয় ভারত-নেপাল সীমান্তের উদ্দেশে। বৃহস্পতিবার দুপুরে ৩৬ জন শ্রমিককে নিয়ে দেশে ফেরে ওই বাস। ওই শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রশাসনের উদ্যোগে ১২ ঘণ্টার মধ্যে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানান দেব।

Previous articleকেরলে অন্তঃসত্ত্বা হাতি হত্যাকারীদের মৃত্যুদণ্ডের দাবি জানালেন বাংলার বনমন্ত্রী
Next article৫০ কেজির কাতলা কাটার কসরত!