Monday, May 5, 2025
সঞ্জয় সোম

সারা দেশে ২০১৩-১৪য় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, পশ্চিমবঙ্গে আজ ঠিক সেই একইরকমের আবহ তৈরি হয়েছে। মানুষ দুর্নীতি আর গাজোয়ারি সহ্য করতে করতে অবশেষে চরম বীতশ্রদ্ধ, তাঁরা পরিত্রাণ চাইছেন। রাজ্যে রোজগার নেই, ভিনরাজ্যে সন্মান নেই। মানুষ গত পঞ্চাশ বছর ধরে চলে আসা লাগাতার অবক্ষয়ের কালচক্র থেকে মুক্ত হতে চাইছেন। পশ্চিমবঙ্গের মানুষ কিছু ভদ্র সভ্য সৎ শিক্ষিত মুখ চাইছেন, যাঁরা এই গড্ডালিকাপ্রবাহের অঙ্গ নন, যাঁদের ওপর ভরসা করা যায়। সেরকম কয়েকজন আমাদের চোখের সামনেই ঘুরছেন অথচ তাঁদের সামনে না এনে সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড় হয়েই চলেছে। রন্তিদেব সেনগুপ্ত, দেবতনু ভট্টাচার্য, ডঃ আশীষ সরকার, ডঃ স্বপন দাশগুপ্ত, অধ্যাপক বিমল শংকর নন্দ, ডঃ মোহিত রায়, ডঃ স্বরূপ প্রসাদ ঘোষ, সোমব্রত মন্ডল, তুষার চট্টোপাধ্যায়, সৈকত বসু প্রমুখ আরো অনেক এমন মুখ আছেন, যাঁরা সামনে থাকলে মানুষ ভরসা পাবেন। তার জায়গায় কাদের সামনে নিয়ে আসা হচ্ছে? থাক, এঁদের বেশিরভাগের বিষয়েই বিশদে আর নাই বা কিছু বললাম। গত লোকসভায় প্রত্যেকটি আসনে একজন প্রার্থীই জিতেছেন, তিনি শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদি। এতে ওনার নিজের এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলির সক্রিয়তা ছাড়া আর কারো কোনো কৃতিত্ব নেই, একদম কানাকড়িও না। এবারের পরিত্রানের লড়াই বস্তুত সৎ এবং অসৎ-এর লড়াই, দুর্নীতি এবং স্বচ্ছতার লড়াই, গুন্ডামি এবং ভদ্রতার লড়াই। এই লড়াইয়ে সেনাপতি থেকে নিয়ে আমসৈনিক পর্য্যন্ত, সবাইকে নীতিনিষ্ট হতে হবে। একটা স্তরে রাজনীতির বাস্তব বড়ই নোংরা, অসভ্য, জঘন্য, অস্বীকার করার উপায় নেই। তাকে মোকাবিলা করার জন্য উপযুক্ত কাঁটাও প্রয়োজন। কিন্তু কাঁটা যেন তার নিজের জায়গাতেই সীমাবদ্ধ থাকে, মাথার মুকুট না হয়ে ওঠে, সেটা একমাত্র সত্যিকারের ভদ্রলোক নেতৃত্বই নিশ্চিত করতে পারবেন।

Related articles

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...

প্রত্যেক রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্ল্যাক আউট করে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের

পঞ্জাবের মতো সব রাজ্যে (State) ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্ল্যাক আউট (Blackout) করে মক ড্রিল (Mock Drill) করানোর নির্দেশ...
Exit mobile version