চিন যদি করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে সফল হয় তাহলে তা হবে সর্বসাধারণের পণ্য। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এমনই বলেছেন চিনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ওয়াং জিগাং। তাঁর কথায়, ‘বিশ্বজনীন মঙ্গল’ এর জন্য এই ভ্যাকসিন তৈরি করা হবে। করোনার ভ্যাকসিনের মাধ্যমে চিন আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করতে চায় বলেও সাংবাদিক সম্মেলনে জানান ওয়াং জিগাং। করোনা বিশ্ব মহামারি নিয়ে আন্তর্জাতিক মহলে কোণঠাসা চিন ভাবমূর্তি রক্ষায় এরকম উদারতা দেখাচ্ছে বলে অনেকের মত।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ লক্ষ ৭৩ হাজার ২৪৩ জন। মারা গিয়েছেন ৪ লক্ষ ২ হাজার ৪৭ জন।
