Wednesday, August 27, 2025

ভারতে করোনা সংক্রমণের পিক বা সর্বোচ্চ পর্যায় আসেনি। কোরোনা নাকি তাণ্ডব শুরু করবে অগস্ট-সেপ্টেম্বরে! চিন্তা বাড়িয়ে এমনটাই জানালেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমস-এর ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া। তিনি জানিয়েছেন, দেশে করোনা সংক্রমণ শিখর ছোঁবে অগস্ট-সেপ্টেম্বরে।
শনিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ভিডিও বার্তায় এই কথা জানান এইমস-এর ডিরেক্টর। তিনি বলেন, “ভারতে এখনও করোনাভাইরাসের শিখর আসেনি। আগামী ২-৩ মাসের মধ্যে তা আসতে পারে। আমরা আশা করতে পারি অগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে শিখর দেখতে পাব। তারপরেই সংক্রমণ কমতে থাকবে।”

সংক্রমণ ছড়ালেও কোথাও কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি বলেই জানিয়েছেন ডক্টর গুলেরিয়া। তিনি বলেন, “দেশজুড়ে গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি। কারণ তাহলে গোটা দেশের সব রাজ্যে সমানভাবে আক্রান্ত দেখা যেত। কিন্তু এখানে তা হয়েছে ক্লাস্টার অনুযায়ী। কয়েকটি রাজ্যেই আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। তবে হটস্পট এলাকাতে গোষ্ঠী সংক্রমণ ছড়াতে পারে।”
সম্প্রতি দিল্লি সরকার শুধুমাত্র রাজধানীর বাসিন্দাদের জন্যই হাসপাতালে বেড সংরক্ষণ করে রাখতে বলেছে। এই সিদ্ধান্তের সমালোচনার করেছেন এইমস-এর ডিরেক্টর। তিনি এই বিষয়টির সম্পূর্ণ বিরোধিতা করেন। তিনি বলেন, “চিকিৎসায় কোনও সংরক্ষণ বা সীমান্ত তৈরি করা অনৈতিক। দিল্লি সরকারকে এই বিষয়ে আরও চিন্তা করা উচিত।”

এদিকে, ভারতে গত কয়েক সপ্তাহ ধরে হঠাৎই সংক্রমণ বেড়েছে। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। মাত্র ১৫ দিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ থেকে ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে। সেইসঙ্গে বাড়ছে মৃত্যুও।

Related articles

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...
Exit mobile version