Friday, May 9, 2025

করোনায় মৃতের দেহ কবরে ছুড়ে ফেলার ঘটনায় তোলপাড় দেশ

Date:

Share post:

কোভিডে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিকে ছুড়ে ফেলা হচ্ছে কবরের মধ্যে। আর এই কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা নিজেই। পালন করা হচ্ছে না দেহ সৎকারের কোন নিয়মই। এবার এমনই এক অমানবিক ভিডিও সামনে এসেছে। আর ভিডিও সামনে আসতেই স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।

ঘটনা পুদুচেরির। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোভিডে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দেহ স্ট্রেচারে করে চার স্বাস্থ্যকর্মী নিয়ে যাচ্ছে কবরের কাছে। এরপরেই মৃতদেহটিকে ছুড়ে ফেলা হল কবরের ওপর। দেহটি মাটিতে পড়ার পর গড়াতে গড়াতে গিয়ে পড়ে কবরের মধ্যে। এরপর তাদেরই কোনও এক কর্মী বাকি স্বাস্থ্যকর্মীদের থাম্বসআপ দেখিয়ে কাজের প্রশংসা জানাচ্ছেন। শুধু এই সবই নয় ভিডিওটিতে আরও দেখা গিয়েছে, মৃতদেহ সৎকারের সময় পালন করা হচ্ছে না কোনও নিয়ম। যেমন, কোনও কোভিড রোগীর মৃত্যু হলে একটি বিশেষ ব্যাগে ভরে তাকে কবর দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে একটি সাদা কাপড় মুরে মৃতদেহটিকে কবরের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আর স্বাস্থ্যকর্মীদের শরীরে রয়েছে সাধারণ পিপিই। এতে রয়েছে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা।

জানা গিয়েছে, মৃতদেহটি চেন্নাইয়ের এক ব্যক্তির। পুদুচেরিতে আসার পরে আক্রান্ত হন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর।

স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়, দেহ সৎকারের দায়িত্ব ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের দেওয়া হয়েছিল। যদিও তাদের তরফে এই দাবি অস্বীকার করা হয়েছে।

পুদুচেরির কালেক্টর অরুণ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে বলেন, “আমি এই বিষয়ে স্বাস্থ্য দফতরকে একটি মেমো পাঠিয়েছি। এই ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার তদন্ত হবে। দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।” পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরন বেদীও এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন।

spot_img

Related articles

সুন্দরবনের প্রান্তিক মানুষদের নিয়ে ‘বেহুলা এখন’: থিয়েটার জগতে নতুন চ্যালেঞ্জ নির্দেশক সৌমিত্র মিত্রর 

নকিব উদ্দিন গাজীকেউ নদীতে মাছ ধরেন, কেউ সুন্দরবনে গহীনে মধু সংগ্রহ করেন, কেউবা জঙ্গলের মধ্যে কাঁকড়া খোঁজেন। এটাই...

মু্ম্বই সিটি থেকে ইস্টবেঙ্গলে বিপিন সিং

দলবদলের মরসুমে একের পর এক চমক ইস্টবেঙ্গলের(Eastbengal)। এবার লাল-হলুদ শিবিরে মুম্বই সিটি এফসি(Mumbai City FC) থেকে চলে এলেন...

রবীন্দ্র চর্চার প্রতি দায়বদ্ধতা বাড়ানোর আহ্বান: রবীন্দ্র সদনে কবিগুরুকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

রাজ্যে রবীন্দ্র চর্চায় নতুন পথ দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবীন্দ্র জয়ন্তী তাই বাংলার সংস্কৃতিতে আলাদা স্থান...

৩৬ জায়গায় ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলা পাকিস্তানের: তথ্য প্রকাশ ভারতের

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আচমকাই পাক ড্রোন হামলায় ভারতের পশ্চিম প্রান্তের একাধিক শহরে আতঙ্ক ছড়ায়। ভারতীয় সেনার এয়ার ডিফেন্স...