Tuesday, December 16, 2025

কেন্দ্রের টাকায় নির্বাচনী ফান্ড তৈরি করছে তৃণমূল! ফের বিস্ফোরক দিলীপ

Date:

ফের বিস্ফোরক রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ফের একবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তুললেন তিনি। আজ, রবিবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলীপ ঘোষ বলেন, আমফান মোকাবিলায় বোঝা গিয়েছে এখনও পর্যন্ত কলকাতার সবচেয়ে অসফল এবং অযোগ্য মেয়র ফিরহাদ হাকিম। এদিন তিনি কটাক্ষ করে বলেন, “মেয়র বলছেন সাত দিনের আগে জল বিদ্যুৎ চাইবেন না। মানে সাত দিন বেঁচে থাকুন, তারপর জল দেব।”

এখানেই শেষ নয়। সুর চড়িয়ে রাজ্য সরকারকে ভ্রষ্টাচারী, স্বৈরাচারী, অযোগ্য সরকার বলে ভৎসনা করেন দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, “এই রকম সরকার আগে এই রাজ্যে কেউ কখনও দেখেনি। এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষের ভোটে জিতে আসা তৃণমূলের ২১১ জন নেতার মধ্যে শুধুমাত্র দু-জনকে দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা প্রশাসক প্রধান ছাড়া আর কাউকেই দেখা গেল না।”

তবে এদিন সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি করেন দিলীপ ঘোষ। শাসক দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, “কেন্দ্রের পাঠানো ত্রাণের টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনী ফান্ড তৈরি করছে।”

পুরসভায় ১০০ শতাংশ কাজে যোগ দেওয়া নিয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেন, লকডাউন ওঠার পর থেকে এখনও পর্যন্ত বাসের ভাড়া ঠিক হয়নি। বাস কতবার, কতদূর চলবে তা পর্যন্ত জানা যায় নি। অথচ ১০০% কর্মীকে নিয়ে পুরসভা চলবে। এটা কী করে সম্ভব! তিনি এই ব্যাপারেও সরকারকে কটাক্ষ করে বলেন, বাস দিতে পারছেন না যখন গাড়ি দিতে পারছেন না যখন, তাহলে একটা করে সবুজ সাথীর সাইকেল দিক রাজ্য। যাতে মানুষগুলো অন্তত সাইকেল চালিয়ে কাজে আসতে পারে। অথবা থাকার ব্যবস্থা করে দিক রাজ্য সরকার।

একইসঙ্গে বিজেপি সভাপতি ফিরহাদ হাকিমের গুজরাতের করোনা আক্রান্তের প্রসঙ্গ নিয়ে পাল্টা বলেন, গুজরাতের থেকে খারাপ অবস্থা এই রাজ্যের। এখানে কোনও লকডাউনই মানা হয়নি। জনতা কারফিউ ঠিকঠাক পালন করা হয়নি। কিছুই বিধিনিষেধ মানা হয়নি।

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version