লাগামহীন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপির গাড়ি আটকালে এসপিকে চড় মারুন। কেউ ঢিল মারলে, পাল্টা পাথর ছুড়ে তার মাথা ফাটিয়ে দিন। বারাসতের সভা থেকে সদ্য নির্বাচিত বিজেপি যুব মোর্চ সভাপতির আক্রমণ। দলের যুব কর্মীদের চাঙ্গা করতে কথার ফুলঝুরি ছোটাতে কসুর করেননি সৌমিত্র।

লড়কে লেঙ্গে জমিন, এই নীতিতে তিনি সফল হয়েছিলেন। তাই সেই লাইন থেকে সরতে রাজি নন। কখনও মঞ্চ থেকে দিচ্ছেন হুমকি তো কখনও হঁশিয়ারি। যুব কর্মীদের কাছে জনপ্রিয়তা বৃদ্ধি করতে, গ্রহণযোগ্যতা বাড়াতে কোনও চেষ্টার কসুর করেননি। কখনও রাজ্য সরকারকে করোনার চেয়েও ক্ষতিকর মনে করেছেন, তো কখনও তাঁর প্রাক্তন দলের গায়ে থুতু ছিটিয়ে এসেছি বলেছেন। শুধু তাই নয়, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ‘চাল চোর’ আর সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে ‘নারদা রানি’ বলে অভিহিত করেন। বলেন, খাদ্যমন্ত্রীকে উত্তর ২৪পরগণা ছাড়া করে তবে তিনি নিশ্চিত হবেন।