Wednesday, August 27, 2025

ফিল্মি দুনিয়ায় ‘ব্যাড বয়’ ছোটপুত্র নমশি, বাজি ধরেছেন ‘ডিস্কো ড্যান্সার’, অভিজিৎ ঘোষের কলম

Date:

অভিজিৎ ঘোষ

‘ব্যাড বয়’। নায়ক বলিউডের ঠিক যেন ম্যাচো হিরো। নাম নমশি। আর নায়িকা আমরিন। কিন্তু ৬৮ বছরের প্রাক্তন সুপারস্টার তাকিয়ে রয়েছেন এই ছবির দিকে। কারণ? নায়ক যে ছোট ছেলে। আশায় বুক বেঁধেছেন তাই সুপারস্টার বাবা।

মিঠুনপুত্র নমশি চক্রবর্তী, আর সাজিদ কুরেশির কন্যা আমরিনকে নিয়ে তৈরি হয়েছে ‘ব্যাড বয়’। রোম্যান্টিক কমেডি। কম বয়সী গৌরাঙ্গ মানে যারা স্কটিশে পড়াকালীন নকশাল রাজনীতিতে জড়িয়ে পড়া মিঠুনের ছবি দেখেছেন, অনেকটাই তার জেরক্স কপি যেন নমশি। দেখলে চিনতে অসুবিধা হয় না। শুভানুধ্যায়ীরা বলছেন, শুধু বাবার কপালটা পেলেই হলো।

‘মিঠুনদা’র ছেলের ছবির প্রথম পোস্টার সোশ্যাল মিডিয়াতে আনলেন শাহরুখ আর সলমন। আর খোদ বিগ বচ্চন ট্যুইট করলেন তাঁর ‘গঙ্গা যমুনা সরস্বতী’র সহ নায়কের ছেলের জন্য, লিখলেন..মিঠুনদার ছোট ছেলের প্রথম ছবি। শুভকামনা রইল। তিন সুপারস্টারের প্রচারের আলোয় নমশির আবির্ভাব। সঙ্গে পরিচালক রাজকুমার সন্তোষী। ফলে সিনেমাপ্রেমীদের মনে ধীরে ধীরে আগ্রহ তৈরি হয়েছে। একেবারে কমার্শিয়াল মূল ধারার ছবি। প্রযোজক সাজিদ কুরেশি ও জয়ন্তীলাল গাদা ভাইয়েরা। রাজকুমার জানাচ্ছেন, ড্রামা, প্রেম, প্যাশন, অ্যাকাশন, গান সব কিছুই থাকছে। টোটাল এন্টারটেইনমেন্ট। বেঙ্গালুরু আর মুম্বইতে বেশিরভাগ শুটিং।

মিঠুনের পরের প্রজন্ম অর্থাৎ পুত্র-কন্যাদের ফিল্মে আসা শুরু ২০০৮-এ। সে বছর বড় পুত্র মিমো বা মহাঅক্ষয়ের বলিউডে প্রবেশ ‘জিমি’ ছবি দিয়ে। এরপর বাংলা ছবি ‘রকি’। কিন্তু দুটি ছবিই বাজারে চলেনি। মেজো পুত্র রিমো অবশ্য পরিচালনায় ঢুকে পড়েছেন। আর কনিষ্ঠ নমশি ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়লেন। কন্যা দিশানী কি অপেক্ষায় রয়েছেন? বলিউডের খবর সেইরকমই।

নমশি বলছেন, জীবনের প্রথম ছবির পরিচালক রাজকুমার সন্তোষী, আমি ভাগ্যবান। আর মিঠুন? সংবাদমাধ্যমের ধার কাছ দিয়ে হাঁটছেন না প্রাক্তন সাংসদ মিঠুনদা। বাংলায় বিজেপির অন্যতম মুখ হিসাবে তাঁর নাম বিজেপির অভ্যন্তরে ঘুরে বেড়াচ্ছে। সব খবর রাখছেন, কিন্তু খোঁজ নেই, ফোনও বন্ধ। লকডাউনে বেঙ্গালুরুতে আটকে ছিলেন। বাবার শেষকৃত্যে আসতে পারেননি। কিন্তু অন্দরহলে শোনা যাচ্ছে, মিঠুন ও যোগিতাবালী, দুজনেই নমশির উপর বাজি রেখেছেন। ছোটপুত্র হতাশ করবেন না, স্থির বিশ্বাস সুপারস্টার দম্পতির।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version