Sunday, August 24, 2025

ধেয়ে আসছে একের পর এক ট্যাংক, সাঁজোয়া গাড়ি! চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছে চিন। শনিবারই দুই দেশের লেফট্যানেন্ট জেনারেলের মধ্যে বৈঠক হয়েছে। আর তার ঠিক পরের দিনই সেনা মহড়ার ভিডিও প্রকাশ করেছে চিন। তবে কি ভারত-চিন সংঘাতে নতুন করে উস্কানি দিতেই এমন ভিডিও? এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।

প্রসঙ্গত, লাদাখে এক মাসেরও বেশী সময় ধরে মুখোমুখি রয়েছে ভারত ও চিনের সেনাবাহিনী। প্রায় শতাধিক সৈন্য নিয়ে অপেক্ষা করছে দুই দেশ। চিন এক চুলও সরতেরাজি নয়। এই বিষয়ে একাধিক বৈঠকেও তেমন কোনও কাজ না হওয়ায় অবশেষে লেফট্যানন্টে জেনারেল স্তরের বৈঠক হয় শনিবার। আর এই বৈঠকে দুই দেশই শান্তিপূর্ণভাবে সমাধান করতে চেয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

কিন্তু এরপরই রবিবার চিনের সংবাদমাধ্যম একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে চিনের স্থলসেনা ও বায়ুসেনা যৌথ ভাবে মহড়া চালাচ্ছে । ওই সংবাদমাধ্যম লিখেছে, ‘মাত্র কয়েক ঘণ্টায় সেনাবাহিনী হুবেই প্রদেশ থেকে সোজা চলে গিয়েছে উঁচু পার্বত্য অঞ্চলে।’ অর্থাৎ, ভারত-চিন সীমান্তের দিকে গিয়েছে বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে। এমনকি ভারত-চিন অশান্তির মাঝেই এই মহড়া চলছে বলেও পরিস্কার উল্লেখ করা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একের পর এক সাঁজোয়া গাড়িতে যাচ্ছে সেনা। পাহাড়ি অঞ্চলে পরপর যাচ্ছে যুদ্ধের ট্যাংক।

দুই দেশের মধ্যে চিন সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে মালদোর বর্ডার মিটিং পয়েন্টে হয় বৈঠক। এই বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। তিনি ১৪ কর্পসের কমান্ডার। অন্যদিকে টিবেট মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার ছিলেন চিনা প্রতিনিধি হিসেবে। এই প্রথম উচ্চপর্যায়ের সামরিক বৈঠক হল দুদেশের মধ্যে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version