Thursday, November 13, 2025

চড়া রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যাত্রীদের,বাস-ভোগান্তি কমেনি বরং বেড়েছে

Date:

 

চন্দন বন্দ্যোপাধ্যায়

আজ থেকে খুলে গিয়েছে অধিকাংশ অফিস। খুলছে শপিং মল, রেস্তোরাঁ, হোটেল। ফলে স্বাভাবিক ভাবেই পথে নেমেছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে প্রায় ২ হাজার বাস রাস্তায় নামবে বলে জানিয়েছিল বেসরকারি বাস সংগঠন। কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে । শহরের বিভিন্ন প্রান্তের ছবি দেখেই মালুম পাওয়া গেল বাস-ভোগান্তি কমেনি, বরং বেড়েছে। চড়া রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে না পেরে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা ।
ব্যারাকপুরে ভিড়ে ঠাসা মিনিবাস। করোনা সতর্কতায় সামাজিক দূরত্ব-বিধি শিকেয়। হাতেগোনা সরকারি বাসে দাঁড়িয়েও যাচ্ছেন যাত্রীরা।
সোদপুর মোড়। সকাল ৯ টাতেও বাস পেতে ভোগান্তি। রাস্তায় হাপিত্যেশ অপেক্ষা। বাসের সংখ্যা কম থাকায়, সামাজিক দূরত্ব-বিধি মানা সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন যাত্রীরা ।
আনলক ওয়ানের পর কেটে গিয়েছে একটা সপ্তাহ। সোমবারও কামারহাটি মোড়ে বাসের জন্য প্রায় এক কিলোমিটার লম্বা লাইন। কয়েক হাজার যাত্রী ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছেন না। কয়েকটি রুটের বেসরকারি বাস চললেও, যাত্রী ভোগান্তি অব্যাহত।
ডানলপ মোড়ের বাস স্ট্যান্ডে সামাজিক দূরত্ব না মেনেই আজও লম্বা লাইন যাত্রীদের। এখানেও অপেক্ষা করছেন হাজার দুয়েক যাত্রী । কয়েকটি বেসরকারি বাসের দেখা মিললেও সরকারি বাস রাস্তা থেকে ভ্যানিশ।
ফলে ব্যারাকপুর থেকে সিঁড়ির মোড়, সর্বত্র অফিস যাত্রীদের ভিড়। পর্যাপ্ত বাস নেই বলে ক্ষুব্ধ যাত্রীরা মাঝেমধ্যেই বচসায় জড়িয়ে পড়েছেন বিটিরোডের যান নিয়ন্ত্রণে ব্যস্ত পুলিশ কর্মীদের সঙ্গে । বেশ কয়েকটি রুটের বাসে ভিড় থাকলেও আবার কয়েকটি বাসে যাত্রীর সংখ্যা হাতেগোনা। সবারই এক মত, ট্রেন না চলা পর্যন্ত এই দুর্ভোগ চলতেই থাকবে ।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version