Sunday, August 24, 2025

চড়া রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যাত্রীদের,বাস-ভোগান্তি কমেনি বরং বেড়েছে

Date:

 

চন্দন বন্দ্যোপাধ্যায়

আজ থেকে খুলে গিয়েছে অধিকাংশ অফিস। খুলছে শপিং মল, রেস্তোরাঁ, হোটেল। ফলে স্বাভাবিক ভাবেই পথে নেমেছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে প্রায় ২ হাজার বাস রাস্তায় নামবে বলে জানিয়েছিল বেসরকারি বাস সংগঠন। কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে । শহরের বিভিন্ন প্রান্তের ছবি দেখেই মালুম পাওয়া গেল বাস-ভোগান্তি কমেনি, বরং বেড়েছে। চড়া রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে না পেরে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা ।
ব্যারাকপুরে ভিড়ে ঠাসা মিনিবাস। করোনা সতর্কতায় সামাজিক দূরত্ব-বিধি শিকেয়। হাতেগোনা সরকারি বাসে দাঁড়িয়েও যাচ্ছেন যাত্রীরা।
সোদপুর মোড়। সকাল ৯ টাতেও বাস পেতে ভোগান্তি। রাস্তায় হাপিত্যেশ অপেক্ষা। বাসের সংখ্যা কম থাকায়, সামাজিক দূরত্ব-বিধি মানা সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন যাত্রীরা ।
আনলক ওয়ানের পর কেটে গিয়েছে একটা সপ্তাহ। সোমবারও কামারহাটি মোড়ে বাসের জন্য প্রায় এক কিলোমিটার লম্বা লাইন। কয়েক হাজার যাত্রী ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছেন না। কয়েকটি রুটের বেসরকারি বাস চললেও, যাত্রী ভোগান্তি অব্যাহত।
ডানলপ মোড়ের বাস স্ট্যান্ডে সামাজিক দূরত্ব না মেনেই আজও লম্বা লাইন যাত্রীদের। এখানেও অপেক্ষা করছেন হাজার দুয়েক যাত্রী । কয়েকটি বেসরকারি বাসের দেখা মিললেও সরকারি বাস রাস্তা থেকে ভ্যানিশ।
ফলে ব্যারাকপুর থেকে সিঁড়ির মোড়, সর্বত্র অফিস যাত্রীদের ভিড়। পর্যাপ্ত বাস নেই বলে ক্ষুব্ধ যাত্রীরা মাঝেমধ্যেই বচসায় জড়িয়ে পড়েছেন বিটিরোডের যান নিয়ন্ত্রণে ব্যস্ত পুলিশ কর্মীদের সঙ্গে । বেশ কয়েকটি রুটের বাসে ভিড় থাকলেও আবার কয়েকটি বাসে যাত্রীর সংখ্যা হাতেগোনা। সবারই এক মত, ট্রেন না চলা পর্যন্ত এই দুর্ভোগ চলতেই থাকবে ।

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...
Exit mobile version