Tuesday, August 26, 2025

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar Pujara) অবসরের পথ বেছে নিলেন। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন রাহুল দ্রাবিড়(Rahul Dravid) পরবর্তী ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল চেতেশ্বর পূজারা(Cheteshwar Pujara)। রবিবার সোশ্যাল মিডিয়াতে একটি আবেগঘন বার্তা দিয়ে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন এই তারকা ক্রিকেটার।

তিনি যখন টেস্ট(Test Cricket) থেকে অবসর নিলেন সেই সময় ভারতীয় হিসাবে টেস্ট রানের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন চেতেশ্বর পূজারা। সেইসঙ্গে এই তারকা ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ১৯টি সেঞ্চুরি। ১০৩টি ম্যাচ খেলে চেতেশ্বর পূজারা করেছেন ৭১৯৫ রান। এছাড়া পূজারার গড় রয়েছে ৪৩.৬০।

সোশ্যাল মিডিয়াতে চেতেশ্বর পূজারা(Cheteshwar Pujara) লিখেছেন, “দেশের জার্সি গায়ে তোলা। মাঠে নেমে জাতীয় সঙ্গীত গাওয়া। যখন মাঠে নামতাম নিজের একশো শতাংশ দেওয়ার একটা চেষ্টা। সেইসব স্মৃতি ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন। কিন্তু কথায় আছে সমস্ত ভালোরই একটা শেষ আছে। আমিও সেই কারণেই এবার সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলাম”।

২০২৩ সালে শেষবার ওভাল টেস্টে দেশের জার্সিতে খেলেছিলেন চেতেশ্বর পূজারা। এরপর থেকে আর ভারতীয় দলের টেস্ট জার্সিতে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। মাঝে কাউন্টি ক্রিকেট খেলেছিলেন। তবে শেষপর্যন্ত নিজের প্যাড গ্লাভস তুলে রাখারই সিদ্ধান্ত নিলেন চেতেশ্বর পূজারা।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version