Thursday, August 28, 2025

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সহায়তায় আমফান দুর্গতদের পাশে “ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার”

Date:

সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবলীলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সুন্দরবন-সহ বাংলার বিস্তীর্ণ এলাকা। তা অকল্পনীয়। অপূরণীয়।

সেই সহায়-সম্বলহীন ক্ষতিগ্রস্ত-বিপর্যস্ত-গৃহহীন দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে “ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার”। এর আগেও করোনা মোকাবিলায় লকডাউন পর্বে মানুষের পাশে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের এই জনপ্রিয় ফ্যান প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিলি করেছে। তুলে দেওয়া হয়েছিল আর্থিক সাহায্য।

“ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার” শুধুমাত্র একটি ফ্যান ক্লাব নয়, তা অতীতে তাদের নানাবিধ সামাজিক কার্যকলাপের মধ্যে দিয়ে প্রমাণ রেখেছে। অতীত ইতিহাসকে স্মরণে রেখেই অন্যান্যবারের মতো এবারেও আমফান বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছে তারা।

গত ২৪ মে থেকে ইবিআরপি-র তরফে “*CTRL+Z BENGAL*” প্রকল্প শুরু করা হয়। যার মাধ্যমে ত্রাণকার্যের জন্য অর্থসংগ্রহ শুরু হয়। আপামর ইস্টবেঙ্গল জনতার মধ্য থেকে অভূতপূর্ব এবং স্বতঃস্ফূর্ত সাড়া মেলে। এবং মাত্র ৯৬ ঘন্টার মধ্যে ১ লক্ষেরও বেশি টাকা সংগৃহীত করতে সমর্থ হয় লাল-হলুদের এই ফ্যান ক্লাবটি।

সেই প্রকল্পের প্রথম পর্যায়ে “ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার”
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সহায়তায় ও পরিচালনায় দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কুলতলি ব্লকের গরানকোটি গ্রামে চলা কমিউনিটি কিচেনে ৫০০ জনেরও বেশি দুর্গত মানুষের জন্য দু’দিন দুবেলা ধরে, অর্থাৎ মোট ২০০০ প্লেট অন্নসংস্থানের ব্যবস্থা করে।

এখানেই থেমে থাকা নয়, একটি মানবিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা “ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার”
প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে প্রস্তুতি নিচ্ছে। যেখানে অন্যান্য ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে সরাসরি ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছাবে তারা।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version