Monday, November 3, 2025

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সহায়তায় আমফান দুর্গতদের পাশে “ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার”

Date:

সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবলীলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সুন্দরবন-সহ বাংলার বিস্তীর্ণ এলাকা। তা অকল্পনীয়। অপূরণীয়।

সেই সহায়-সম্বলহীন ক্ষতিগ্রস্ত-বিপর্যস্ত-গৃহহীন দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে “ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার”। এর আগেও করোনা মোকাবিলায় লকডাউন পর্বে মানুষের পাশে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের এই জনপ্রিয় ফ্যান প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিলি করেছে। তুলে দেওয়া হয়েছিল আর্থিক সাহায্য।

“ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার” শুধুমাত্র একটি ফ্যান ক্লাব নয়, তা অতীতে তাদের নানাবিধ সামাজিক কার্যকলাপের মধ্যে দিয়ে প্রমাণ রেখেছে। অতীত ইতিহাসকে স্মরণে রেখেই অন্যান্যবারের মতো এবারেও আমফান বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছে তারা।

গত ২৪ মে থেকে ইবিআরপি-র তরফে “*CTRL+Z BENGAL*” প্রকল্প শুরু করা হয়। যার মাধ্যমে ত্রাণকার্যের জন্য অর্থসংগ্রহ শুরু হয়। আপামর ইস্টবেঙ্গল জনতার মধ্য থেকে অভূতপূর্ব এবং স্বতঃস্ফূর্ত সাড়া মেলে। এবং মাত্র ৯৬ ঘন্টার মধ্যে ১ লক্ষেরও বেশি টাকা সংগৃহীত করতে সমর্থ হয় লাল-হলুদের এই ফ্যান ক্লাবটি।

সেই প্রকল্পের প্রথম পর্যায়ে “ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার”
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সহায়তায় ও পরিচালনায় দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কুলতলি ব্লকের গরানকোটি গ্রামে চলা কমিউনিটি কিচেনে ৫০০ জনেরও বেশি দুর্গত মানুষের জন্য দু’দিন দুবেলা ধরে, অর্থাৎ মোট ২০০০ প্লেট অন্নসংস্থানের ব্যবস্থা করে।

এখানেই থেমে থাকা নয়, একটি মানবিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা “ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার”
প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে প্রস্তুতি নিচ্ছে। যেখানে অন্যান্য ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে সরাসরি ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছাবে তারা।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version